scorecardresearch
 

liquor price West Bengal : সুরা-প্রেমীদের জন্য সুখবর, পুজোর আগে বাড়ছে না মদের দাম

পুজোর মুখে বাড়ছে না মদের দাম। ১৫ সেপ্টেম্বরে পর থেকে মদের দাম বাড়াতে চেয়েছিল প্রস্তুতকারক সংস্থাগুলি। দেশি মদ ও দেশে প্রস্তুত বিদেশি মদ- এই দুই ক্ষেত্রেই মদের দাম বাড়াতে চেয়েছিল প্রস্তুতকারকরা।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • পুজোর মুখে বাড়ছে না মদের দাম
  • সুরাপ্রেমীদের জন্য সুখবর

পুজোর মুখে বাড়ছে না মদের দাম। ১৫ সেপ্টেম্বরে পর থেকে মদের দাম বাড়াতে চেয়েছিল প্রস্তুতকারক সংস্থাগুলি। দেশি মদ ও দেশে প্রস্তুত বিদেশি মদ- এই দুই ক্ষেত্রেই মদের দাম বাড়াতে চেয়েছিল প্রস্তুতকারকরা। তবে সূত্রেকর খবর,আপাতত দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখছে আবগারি দফতর। 

তবে এখন দাম না বাড়লেও পুজোর পর মদের দাম বাড়ানো হতে পারে বলে সূত্রের খবর। এর আগে আবগারি দফতর সূত্রে জানা গেছিল, নয়া হারে দেশি মদের দাম বাড়তে পারে প্রায় ২০ শতাংশ। বিদেশি মদে তা বাড়ার কথা ছিল ৭ থেকে ১০ শতাংশ। 

আরও পড়ুন : জিনট্যাক-সহ অম্বলের আর কী কী ওষুধ খাওয়া যাবে না?

তখন এও জানা গেছিল, ৬০০ মিলিলিটার দেশি মদের নতুন দাম ১৫৫ টাকা, ৩৭৫ মিলিলিটারের দাম ১০৫ টাকা ও ৩০০ মিলিলিটারের দাম ৮৫ টাকা হতে পারে। সর্বাধিক ২০ শতাংশ দাম বৃদ্ধির সম্ভাবনাও ছিল। তবে এখনই সেই পথে হাঁটছে না রাজ্য সরকার। 

এর আগে আফগারি দফতর আরও জানিয়েছিল, আইন সংশোধন করে রাজ্য এবার দেশে তৈরি বিদেশি উৎপাদনকেই উৎসাহ দিতে চায়। সেই জন্য বিধিতে “কান্ট্রি স্পিরিট” এর বদলে “ইন্ডিয়া মেড লিকার” আখ্যা দেওয়া হয়। সেই মতো জেলায় জেলায় নির্দেশিকাও পাঠানো হয়। 

প্রসঙ্গত, গত বছর শুধু পুজোর সময়ই মদ বিক্রি করে ৬০০ কোটি টাকা লাভ করেছিল আবগারি দফতর। তবে কমেছিল দেশি মদের উৎসাহ। তাই সেই মদে উৎসাহ দিতে বদ্ধপরিকর ছিল আবগারি দফতর। তবে এই সব পরিকল্পনা এখনই কার্যকর হচ্ছে না। পুজোর পরই ফের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে আফগারি দফতর। 

Advertisement
Advertisement