দেশের মধ্যে মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ। ইতিমধ্যেই আক্রান্তে শিখর ছুঁয়েছে এই রাজ্যে। প্রতিদিন গড়ে সে রাজ্যে আক্রান্ত হচ্ছে ৬০ হাজার। এই আবহে অক্সিজেন ঘাটতি দেখা দিয়েছে মহারাষ্ট্রে। বায়ুসেনার মাধ্যমে অক্সিজেন সরবরাহ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এবার অবশ্য ত্রাতার ভূমিকা নিলেন এশিয়ার শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি।
রিলায়েন্সের তরফে মহারাষ্ট্রে দেওয়া হবে ১০০ টন অক্সিজেন সিলিন্ডার। মহারাষ্ট্রের নগরোন্নয়ন মন্ত্রী একনাথ শিন্ডের টুইট থেকে এই খবরটি জানা গিয়েছে। প্রসঙ্গত, মহারাষ্ট্রে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় শোধানাগারটি রিলায়েন্সের। তাদের উদ্যোগে গুজরাট থেকে মহারাষ্ট্রে বিনা খরচে নিয়ে আসা হচ্ছে অক্সিজেন।
প্রাক্তন মন্ত্রী মিলিন্দ দেওরাও এই খবরের নিশ্চয়তা দিয়েছেন। ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন যেখানে তৈরি হয়, সেখানে এয়ার সেপারেশন প্ল্যান্টের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডকে ছেঁকে ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ অক্সিজেন তৈরি হয়। বিশেষজ্ঞ মহলের মত ইন্ডাস্ট্রিয়াল এই প্রক্রিয়ায় সামান্য বদল করলেই চিকিৎসার জন্য সেই উৎপন্ন অক্সিজেন ব্যবহার করা যেতে পারে।
এদিকে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তরফে জানান হয়েছে তারা করোনা ক্ষতিগ্রস্ত রাজ্য কেরালাতে অক্সিজেন পাঠাবে কোচি শোধনাগার থেকে। কোভিডে আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের দেহে অক্সিজেন ঘাটতি মেটাতে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত অক্সিজেন তৈরি করে পাঠাবে তারা। ইতিমধ্যেই প্রতিদিন ১.৫ টন অকিজেন সরবরাহ করছে তারা।
ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞরা জানিয়েছেন যে প্রতিদিন দেশে ৭ হাজার ২০০ মেট্রিক টন অক্সিজেন উৎপাদন করা হচ্ছে। এর মধ্যে ৫০ শতাংশ ব্যবহার করা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে বাকি অর্ধেক শিল্পে।