scorecardresearch
 

Paytm Loan : ১০ লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছে Paytm, কীভাবে আবেদন করবেন?

খুব সহজেই পেতে পারেন লোন। আর তা দিচ্ছে Paytm। লোনের অঙ্কটা ১০ লাখ টাকা পর্যন্ত। প্রাইমাল ফিনান্সের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে Paytm। সংস্থার তরফে জানানো হয়েছে, যৌথভাবে এই লোন দেওয়া হবে।

Advertisement
ছবিটি প্রতীকী ছবিটি প্রতীকী
হাইলাইটস
  • খুব সহজেই পেতে পারেন লোন।
  • আর তা দিচ্ছে Paytm
  • খুব সহজেই লোন পেতে পারেন ১০ লাখ টাকা পর্যন্ত

খুব সহজেই পেতে পারেন লোন। আর তা দিচ্ছে Paytm। লোনের অঙ্কটা ১০ লাখ টাকা পর্যন্ত। প্রাইমাল ফিনান্সের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে Paytm। সংস্থার তরফে জানানো হয়েছে, যৌথভাবে এই লোন দেওয়া হবে। সেজন্য দেশে প্রায় ৩০০ টি শাখা খোলা হবে। 
হাজার শহরে এই লোন দেওয়া হবে। 

কত দিনের মধ্যে শোধ করতে হবে? 

সংস্থার তরফে জানানো হয়েছে, ১০ লাখ টাকা পর্যন্ত লোন মিলবে। আর তা শোধ করতে হবে ৬ থেকে ২৪ মাসের মধ্যে। 

আরও পড়ুন : ১৯ অগাস্ট বকেয়া DA মেটানোর শেষদিন, রাজ্য সরকারি কর্মীরা পাবেন?

কারা পাবেন? 

সংস্থার তরফে জানানো হয়েছে, লোন পেয়ে যে সব ব্যবসা, রোজগার তৈরি হয়েছে, সেগুলোকে আরও উৎসাহিত করা কোম্পানির লক্ষ্য। ছোটো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন যাতে আরও উন্নতি করতে পারে তাই এই লোন। ভারতের অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই শিল্প। সেই কারণে ১০ লাখ টাকা পর্যন্ত লোনের ব্যবস্থা করা হয়েছে। 

  • কীভাবে আবেদন করবেন ? 
  • প্রথমে আপনাকে Paytm-এ গিয়ে Business App home screen-এ যেতে হবে। কত টাকা লোন চান সেই অঙ্কটা লিখতে হবে। 
  • সেখানেই থাকবে আরও প্রশ্ন। যেমন, কত টাকা লোন চান, কী কাজে ব্যবহার করবেন, কত দিনের মধ্যে শোধ করতে পারবেন ইত্যাদি তথ্য সেখানে দিতে হবে। 
  • এরপরই Get Started অপশনে ক্লিক করুন। 
  • এরপর KYC ফিলআপ করতে বলা হবে আপনাকে। সেগুলো পূরণ করুন। 
  • তারপর PAN, AADHAR ইত্যাদির তথ্য দিতে হবে। 
  • তারপর কোম্পানির তরফে ক্রেডিট স্টোর চেক করা হবে আপনার ও লোন দেওয়া হবে।  
     

Advertisement
Advertisement