বড় পরিবর্তন করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। পিএফ অ্যাকাউন্ট থাকলে এবার ১ লাখ টাকা পেতে পারবেন। তৃতীয় মোদী সরকারের কার্যকালের ১০০ দিন পূর্ণ হওয়ায় এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মন্ডাভিয়া। এর পাশাপাশি নিয়মে আরও একটি পরিবর্তন আনা হয়েছে।
মনসুখ মন্ডাভিয়া জানিয়েছেন,'EPFO অ্যাকাউন্ট থাকা ব্যক্তি জরুরি প্রয়োজনে আরও বেশি টাকা তুলতে পারবেন। বাড়ানো হয়েছে এক লপ্তে টাকা তোলার সীমা। এছাড়াও চাকরি শুরুর ৬ মাসের মধ্যে টাকা তোলার সুবিধা দেওয়া হয়েছে। আগে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হত। অর্থাৎ ৬ মাসের মধ্যে চাকরি ছেড়ে দিলেও পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে।
পিএফ ভাঙালে এক লপ্তে ১ লক্ষ টাকা
পিএফ অ্যাকাউন্টধারীদের একাধিক সুবিধা দিয়ে থাকে ইপিএফও। পেনশন, চিকিৎসা বা অন্যান্য গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে টাকা তোলার অনুমোদন দেওয়া হয়। এবার ৫০ হাজার টাকার পরিবর্তে আপৎকালীন পিএফ থেকে ১ লক্ষ টাকা তুলতে পারবেন। চিকিৎসা, বিয়ে, শিক্ষা বা অন্যান্য গুরুত্বপূর্ণ পারিবারিক কাজে এই সুবিধা মিলবে।
কীভাবে PF অ্যাকাউন্ট থেকে টাকা তুলবেন?
-PF অ্যাকাউন্টধারকরা চিকিৎসা, শিক্ষা বা পরিবারের সাথে সম্পর্কিত যে কোনও জরুরি কাজের জন্য EPFO অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন।
- প্রথমে আপনাকে EPFO সদস্যের ই-সেবা পোর্টালে যেতে হবে। মেম্বার সেকশনে যান।
- তারপর UAN (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর), পাসওয়ার্ড এবং ক্যাপচা ব্যবহার করে লগ ইন করুন।
- লগইন করে 'অনলাইন সার্ভিসেস' ট্যাবে যান। ড্রপ-ডাউন মেনু থেকে 'ক্লেইম (ফর্ম-31, 19, 10C এবং 10D)' ক্লিক করুন।
- এবার ব্যক্তিগত বিবরণ যেমন নাম, জন্ম তারিখ এবং অন্যান্য তথ্য যাচাই করুন। পুরোটা আপডেট করুন।
- আংশিক টাকা তোলার জন্য ফর্ম ৩১ বেছে নিন। টাকা তোলার কারণ উল্লেখ করুন।
-জমা দেওয়ার পরে আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে OTP পাবেন। সেটা লিখে রাখুন।
- জমা দেওয়ার পরে 'অনলাইন সার্ভিসেস' ট্যাবে গিয়ে 'ট্র্যাক ক্লেম স্ট্যাটাস' দেখুন।
- সাধারণত ৭ থেকে ১০ কর্মদিনের মধ্যে EPFO ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়।
চলতি বছর ৮.২৫% সুদ
EPFO এর মতো প্রভিডেন্ট ফান্ডগুলি সংগঠিত ক্ষেত্রে ১ কোটি কর্মীকে অবসরকালীন সুবিধা দেয়। এই তহবিল বেতনভোগী মধ্যবিত্তদের জন্য আজীবন সঞ্চয়ের প্রাথমিক উৎস হিসেবে কাজ করে। ২০২৪ সালের আর্থিক বছরের জন্য সঞ্চয়ের সুদের হার ৮.২৫ শতাংশ।
পিএফ-সরলীকরণে নতুন ডিজিটাল ব্যবস্থা
পিএফ তোলার ক্ষেত্রে জটিলতা কাটানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যে নতুন ডিজিটাল কাঠামো চালু করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এর ফলে পিফ থেকে টাকা তোলার প্রক্রিয়া আরও সহজ হয়ে উঠেছে। আর দ্রুত নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আবেদনকারীরা।