scorecardresearch
 

Sensex-Nifty Today: সর্বকালীন রেকর্ড সেনসেক্স-নিফটির, আজ শেয়ারবাজারে মালামাল লগ্নিকারীরা

Share Market: আজ বাজার খুলতেই বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৫০৫.৬৬ বেড়ে ৭৩,০৭৪.১১ পয়েন্ট ছুঁয়ে ফেলল। এই প্রতিবেদনটি যখন লেখা চলছে, তখন সেনসেক্স ৭৩,১৮১.৭৬ পয়েন্টে পৌঁছে গিয়েছে। এটাই সর্বকালীন সেরা আপাতত।

Advertisement
সেনসেক্স সেনসেক্স
হাইলাইটস
  • সর্বকালীন সেরা উচ্চতায় সেনসেক্স
  • সর্বকালীন রেকর্ড উচ্চতায় নিফটি
  • ২ হাজার ১৬০টি স্টকে দুর্দান্ত মুনাফা 

সপ্তাহের শুরুতেই ভারতের শেয়ারবাজারে খুশির হাওয়া। শীতের কামড় যখন ত্রাহি অবস্থা দেশের একটি বড় অংশে, তখন শেয়ারবাজারে লগ্নিকারীদের পকেট গরম। আজ অর্থাত্‍ সোমবার বাজার খুলতেই নয়া উচ্চতা ছুঁল সেনসেক্স (Sensex)। এই প্রথম ৭৩ হাজার পয়েন্ট ছাড়াল সেনসেক্স। Nifty ছাড়িয়ে গেল ২২ হাজার পয়েন্ট।

সর্বকালীন সেরা উচ্চতায় সেনসেক্স

আজ বাজার খুলতেই বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৫০৫.৬৬ বেড়ে ৭৩,০৭৪.১১ পয়েন্ট ছুঁয়ে ফেলল। এই প্রতিবেদনটি যখন লেখা চলছে, তখন সেনসেক্স ৭৩,১৮১.৭৬ পয়েন্টে পৌঁছে গিয়েছে। এটাই সর্বকালীন সেরা আপাতত।

আরও পড়ুন

সর্বকালীন রেকর্ড উচ্চতায় নিফটি

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক (Nifty) ১৩৫.৮০ পয়েন্ট বেড়ে ২২,০৩০.৩০ পয়েন্ট ছুঁয়ে ফেলেছে। বাজার খুলতেই নিফটি ২২ হাজার ৮২ পয়েন্টে উঠে যায়। যা এখনও পর্যন্ত সর্বকালীন সেরা। 

২ হাজার ১৬০টি স্টকে দুর্দান্ত মুনাফা 

আজ দেখা যাচ্ছে, ২ হাজার ১৬০টি স্টক দুর্দান্ত মুনাফা দিচ্ছে। ৪৩৭টি শেয়ারে দর কমেছে। ১১৬টি শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। নিফটি-তে ভাল পারফর্ম করছে, Wipro, HCL Tech, Tech Mahindra, L&T, Infosys, HDFC Life, ICICI Bank-এর মতো বেশ কয়েকটি শেয়ার।  

কোন কোন শেয়ারের দামে পতন

দেখা যাচ্ছে, Bajaj Finance, PowerGrid, NTPC, TATA Steel, Hindustan Uniliver, TATA Motors, Asian Paints, JSW Steel, Bajaj Finserve, Reliance, Sun Pharma শেয়ারের দাম পড়ে গিয়েছে। 

Advertisement