scorecardresearch
 

Fixed Deposit Interest Rates: ফিক্সড ডিপোজিটে বাম্পার সুদের হার বাড়াল SBI, জানুন নয়া রেট

SBI FD Rate Now: ফিক্সড ডিপোজিটে(FD) সুদের হার বাড়াল ভারতীয় স্টেট ব্যাঙ্ক(SBI)। বেশিরভাগ মেয়াদের আমানতেই ইন্টারেস্ট রেট বাড়ানো হয়েছে। ২৭ ডিসেম্বর ২০২৩ থেকেই নয়া সুদের হার কার্যকর হবে। ২ কোটি টাকার কম অঙ্কের আমানতের ক্ষেত্রেই এই আপডেটেড সুদের হার প্রযোজ্য। 

Advertisement
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল SBI ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল SBI
হাইলাইটস
  • ফিক্সড ডিপোজিটে(FD) সুদের হার বাড়াল ভারতীয় স্টেট ব্যাঙ্ক(SBI)। বেশিরভাগ মেয়াদের আমানতেই ইন্টারেস্ট রেট বাড়ানো হয়েছে।
  • ২৭ ডিসেম্বর ২০২৩ থেকেই নয়া সুদের হার কার্যকর হবে।
  • ২ কোটি টাকার কম অঙ্কের আমানতের ক্ষেত্রেই এই আপডেটেড সুদের হার প্রযোজ্য। 

SBI FD Rate Now: ফিক্সড ডিপোজিটে(FD) সুদের হার বাড়াল ভারতীয় স্টেট ব্যাঙ্ক(SBI)। বেশিরভাগ মেয়াদের আমানতেই ইন্টারেস্ট রেট বাড়ানো হয়েছে। ২৭ ডিসেম্বর ২০২৩ থেকেই নয়া সুদের হার কার্যকর হবে। ২ কোটি টাকার কম অঙ্কের আমানতের ক্ষেত্রেই এই আপডেটেড সুদের হার প্রযোজ্য। 

১ বছর থেকে ২ বছরের কম- এই মেয়াদে সুদের হার(৬.৮০%) অপরিবর্তিত রয়েছে। এর পাশাপাশি ২ বছর-৩ বছরের কম(৭%) এবং ৫ বছর-১০ বছর(৬.৫০%) মেয়াদেরও সুদের হার বদলানো হয়নি। এই ৩টি মেয়াদ বাদ দিলে, বাকি সমস্ত মেয়াদের ফিক্সড ডিপোজিটেই সুদের হার আগের তুলনায় বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।  

  • ৭-৪৫ দিনের মেয়াদে SBI FD রেট ৩% থেকে বাড়িয়ে ৩.৫০% করা হয়েছে।
  • ৪৬-১৭৯ দিনের মেয়াদে FD রেট ৪.৫০% থেকে বাড়িয়ে ৪.৭৫% করা হয়েছে৷ 
  • ১৮০-২১০ দিনের মেয়াদে সুদের হার ৫.২৫% থেকে বাড়িয়ে ৫.৭৫% করা হয়েছে
  • ২১১ দিন থেকে এক বছরের কম সময়ের FD-তে সুদের হার ৫.৭৫% থেকে বাড়িয়ে ৬% করা হয়েছে। 
  • ৩ থেকে ৫ বছরের কম মেয়াদে, FD-তে সুদের হার ৬.৫০% থেকে বাড়িয়ে ৬.৭৫% করা হয়েছে।

প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে একইভাবে সুদের হার বাড়ানো হয়েছে। শুধুমাত্র ১ বছর থেকে ২ বছরের কম, ২ বছর থেকে ৩ বছরের কম এবং ৫-১০ বছরের মেয়াদে সুদের হার যথাক্রমে ৭.৩০%, ৭.৫০% এবং ৭.৫০% অপরিবর্তিত রাখা হয়েছে। এই তিনটি মেয়াদ বাদ দিলে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে, 

আরও পড়ুন

  • ৭-৪৫ দিনের মেয়াদে FD রেট ৩.৫০% থেকে বাড়িয়ে ৪% করা হয়েছে।
  • ৪৬-১৭৯ দিনের মেয়াদে রেট ৫% থেকে বাড়িয়ে ৫.২৫% করা হয়েছে।
  • ১৮০-২১০ দিনের মেয়াদে FD রেট ৫.৭৫% থেকে বাড়িয়ে ৬.২৫% করা হয়েছে
  • ২১১ দিন থেকে এক বছরের কম সময়ের FD-তে সুদের হার ৬.২৫% থেকে বাড়িয়ে ৬.৫০% করা হয়েছে৷ 
  • ৩ থেকে ৫ বছরের কম সময়ের আমানতে সুদের হার ৭% থেকে বাড়িয়ে ৭.২৫% করা হয়েছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নতুন সুদের হার
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নতুন সুদের হার

প্রসঙ্গত, গত কয়েকদিনে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ডিসিবি ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্কেও মেয়াদী আমানতে সুদের হার বাড়ানো হয়েছে। 

Advertisement

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ২০২২ সালের মে থেকে ডিসেম্বর ২০২২ সামগ্রিকভাবে রেপো রেট ২৫০ বিপিএস বাড়িয়েছিল। তারপর থেকে টানা পাঁচ দফায় রেপো রেট ৬.৫০%-এই স্থির রেখেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। 

Advertisement