scorecardresearch
 

WB BEUP Allocation: এলাকা উন্নয়নে MLA-রা আরও ১০ লক্ষ টাকা পাবেন, ঘোষণা বাজেটে

West Bengal Budget 2023, BEUP Allocation: বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে এই বাজেটে একাধিক সরকারি প্রকল্পে বরাদ্দ বাড়িয়েছে রাজ্য সরকার। যেমন, এই বাজেটে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের বরাদ্দ এক লাফে ১০ লাখ টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Advertisement
এই বাজেটে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের বরাদ্দ এক লাফে ১০ লাখ টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই বাজেটে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের বরাদ্দ এক লাফে ১০ লাখ টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
হাইলাইটস
  • বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে এই বাজেটে একাধিক সরকারি প্রকল্পে বরাদ্দ বাড়িয়েছে রাজ্য সরকার।
  • এই বাজেটে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের বরাদ্দ এক লাফে ১০ লাখ টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

West Bengal Budget 2023, BEUP Allocation: পঞ্চায়েত নির্বাচনের আগে বুধবার রাজ্যের বাজেট (West Bengal Budget 2023) পেশ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে এই বাজেটে একাধিক সরকারি প্রকল্পে বরাদ্দ বাড়িয়েছে রাজ্য সরকার। যেমন, এই বাজেটে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের বার্ষিক বরাদ্দ এক লাফে ১০ লাখ টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

রাজ্যের এলাকাভিত্তিক উন্নয়নের লক্ষ্যে এবারের বাজেটে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, রাজ্যের বিধায়কদের বার্ষিক বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের (BEUP) বরাদ্দ ৬০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭০ লক্ষ টাকা করার কথা বলা হয়েছে। সেই জন্য এই খাতে মোট ৩০ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রীর বাজেট ভাষণে।

আরও পড়ুন: সরকারি কর্মীদের সুখবর! ৩% DA ঘোষণা রাজ্য বাজেটে

পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের প্রত্যাশা অনুযায়ী, এই বাজেটেই ডিএ বৃদ্ধির ঘোষণাও করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই বাজেটে রাজ্য সরকারি কর্মীদের ৩ শতাংশ মহার্ঘ্য ভাতা (DA) বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে, যা আগামী মার্চ থেকে কার্যকর হবে। যদিও এই ঘোষণার পরেও কেন্দ্র সরকারি কর্মচারিদের তুলনায় রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা (DA) ৩২ শতাংশ কম থাকছে।

এছাড়াও, এই বাজেটে রাস্তাশ্রী প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রকল্পের জন্য ৩,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় নতুন নতুন রাস্তা তৈরি হবে, পুরনো রাস্তার সংস্কার করা হবে।

Advertisement
Advertisement