scorecardresearch
 
Advertisement

Repo rate: রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

Repo rate: রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

সাধারণ মানুষের জন্য বড়সড় স্বস্তির খবর শোনালেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। বিস্ময়কর ভাবেই রেপো রেট বাড়ানো থেকে বিরত রইল রিজার্ভ ব্যাঙ্ক। 3 দিনের মানিটরি পলিসি কমিটির বৈঠকে রিজার্ভ ব্যাঙ্কের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেপো রেট 6.50 শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে অনুমান করা হচ্ছিল যে 25 বেসিস পয়েন্ট বাড়ানো হতে পারে রেপো রেট। তবে আরবিআই-র মনিটারি পলিসি কমিটির বৈঠকে এটি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2022 সালের মে মাস থেকে রেপো রেট টানা 6 বার বাড়ানো হয়েছে। দেশে খুচরা মূল্যস্ফীতি জানুয়ারিতে 6.52 শতাংশ এবং ফেব্রুয়ারিতে 6.44 শতাংশে দাঁড়িয়েছে। এই পরিসংখ্যান RBI-এর মূল্যস্ফীতির হারকে 2-6 শতাংশের নির্দিষ্ট রেঞ্জে রাখার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। এর কারণে রেপো রেট আরও বৃদ্ধির সম্ভাবনা ছিল। বৈঠকের ফলাফল ঘোষণা করে শক্তিকান্ত দাস বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে ঋণের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Repo rate unchanged at 6.5%

TAGS:
Advertisement