এবার আসতে চলেছে 75 টাকার নতুন কয়েন। বৃহস্পতিবার অর্থমন্ত্রক জানিয়েছে যে নতুন সংসদ ভবনের উদ্বোধনের উপলক্ষে একটি বিশেষ 75 টাকার মুদ্রা চালু করা হবে। কয়েনটি ভারতের স্বাধীনতার 75 বছর উদযাপনের কথা মাথায় রেখে বিশেষভাবে তৈরি করা হবে বলে জানা গিয়েছে। এই যে কয়েন আনা হচ্ছে তার কি বিশেষত্ব আছে সেটা কি জানেন? জানা গিয়েছে এই কয়েন 44 মিলিমিটার ব্যাসযুক্ত। এই কয়েনের একপাশে থাকবে অশোক স্তম্ভের চিহ্ন। নিচে লেখা থাকবে সত্যমেব জয়তে। অশোক স্তম্ভের বাঁ দিকে দেবনাগরী লিপিতে লেখা থাকবে ভারত এবং ডান দিকে ইংরেজিতে ইন্ডিয়া লেখা থাকবে। ভারতীয় মুদ্রার প্রতীক রুপি চিহ্নও থাকবে এই নতুন 75 টাকার কয়েনে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে কয়েনের অন্য পিঠে থাকবে নতুন সংসদ ভবনের ছবি। সেই ছবির উপরে দেবনাগরীতে সংসদ সঙ্কুল এবং নীচে ইংরেজিতে পার্লামেন্ট কমপ্লেক্স লেখা থাকবে। কয়েনের কিনারা বরাবর 200টি সেরেশন থাকবে। 35 গ্রাম ওজনের কয়েনটি রুপো, তামা, নিকেল ও দস্তা এই চারটি সংকর ধাতু দিয়ে তৈরি করা হবে। যার মধ্যে রুপো ভাগ 50 শতাংশ, তামা থাকবে 40 শতাংশ, নিকেলের পরিমান 5 শতাংশ এবং দস্তা থাকবে 5 শতাংশ। আঠাশে মে, রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিন প্রকাশ্যে আনা হবে এই বিশেষ মুদ্রা। কিন্তু তার আগে উঠে গিয়েছে বড় প্রশ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন, নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূরই। এই মর্মে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। জয়া সুকিন নামের এক আইনজীবী শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করে দাবি করেছেন। অভিযোগকারীর দাবি, উদ্বোধনের অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানিয়ে কেন্দ্রীয় সরকার সংবিধান অবমাননা করেছে। সে কারণে অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি -সহ 19টি দল। তারা যৌথ বিবৃতিও দিয়েছে।
Special ₹ 75 Coin To Mark New Parliament Building's Opening By PM Modi.