উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশনেও বাধ্যতামূলক হচ্ছে আধার। বুধবার বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানাল উচ্চ শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আধার নম্বর ছাড়া উচ্চমাধ্যমিক পরীক্ষাতে কাউকে বসতে দেওয়া হবে না। চলতি শিক্ষাবর্ষ থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তিটি জারি করেছেন সচিব তাপস মুখোপাধ্যায়। সেখানে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আধার নম্বর থাকা প্রয়োজন। চলতি শিক্ষাবর্ষ অর্থা ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরে পাঠরত ছাত্রছাত্রীদের মধ্যে যারা আধার নম্বর জমা দেননি, তাঁরা আগামী ১৬ অগাস্ট থেকে ১০ নভেম্বরের মধ্যে সংসদের পোর্টালে অনলাইনে আধার নম্বর দিয়ে আপডেট করতে পারবেন। আধার নম্বর আপডেট না করলে তাঁদের পরীক্ষার অ্যাডমিট পাওয়ার ক্ষেত্রে জটিলতা হতে পারে। আধার নম্বর ছাড়া রেজিস্টেশন থাকলে পরীক্ষায় বসতে নাও দেওয়া হতে পারে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩-২৪ বার্ষিক কর্ম পরিকল্পনা অনুযায়ী, অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ এবং জমা দেওয়ার জন্য কাউন্সিল ওয়েব পোর্টাল ১৬ অগাস্ট থেকে শুরু হবে এবং লেট ফি ছাড়াই ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। লেট ফাইন সহ ৩ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উপরোক্ত তারিখগুলি নোট করার জন্য এবং আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
পরের বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি।' পরীক্ষার সময়ও পরিবর্তন হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত এ বছর সময় দেওয়া হয়েছিল উচ্চ মাধ্যমিকে। ২০২৪ সালে পরীক্ষা হবে দুপুর ১২টা থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত। মনে করা হচ্ছে, আগামী বছর লোকসভা ভোটের কথা মাথায় রেখে মাধ্যমিকের মতো এগিয়ে আনা হল উচ্চমাধ্যমিক পরীক্ষাও।
২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি