scorecardresearch
 

BDL Recruitment 2023: ১০০ শূন্যপদে নিয়োগ করছে ভারত ডায়নামিক্স, মাইনে ৩০,০০০ টাকা

BDL Recruitment 2023: মোট ১০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে ভারত ডায়নামিক্স (BDL Recruitment 2023)। এই ১০০ শূন্যপদে প্রোজেক্ট ইঞ্জিনিয়ার এবং প্রোজেক্ট অফিসার নিয়োগ করবে এই কেন্দ্রীয় সংস্থা। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

Advertisement
মোট ১০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে ভারত ডায়নামিক্স (BDL Recruitment 2023)। মোট ১০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে ভারত ডায়নামিক্স (BDL Recruitment 2023)।
হাইলাইটস
  • মোট ১০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে ভারত ডায়নামিক্স (BDL Recruitment 2023)।
  • এই ১০০ শূন্যপদে প্রোজেক্ট ইঞ্জিনিয়ার এবং প্রোজেক্ট অফিসার নিয়োগ করবে এই কেন্দ্রীয় সংস্থা।

BDL Recruitment 2023: মোট ১০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে ভারত ডায়নামিক্স (BDL Recruitment 2023)। এই ১০০ শূন্যপদে প্রোজেক্ট ইঞ্জিনিয়ার এবং প্রোজেক্ট অফিসার নিয়োগ করবে এই কেন্দ্রীয় সংস্থা। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

এই ১০০ শূন্যপদের মধ্যে প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে ৮৯ জনকে এবং প্রোজেক্ট অফিসারের পদে মোট ১১ জনকে নেবে ভারত ডায়নামিক্স। আপাতত ১ বছরের নির্দিষ্ট মেয়াদী চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। তবে পরে এই মেয়াদ আরও ৩ বছরের জন্য বাড়ানো হতে পারে।

পদ ও যোগ্যতা
পদ অনুযায়ী প্রোজেক্ট ইঞ্জিনিয়ারদের প্রথম শ্রেণির বিই অথবা বিটেক অথবা (৪ বছরের) বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা ইন্টিগ্রেটেড এমই বা এমটেক বা সমতুল্য ডিগ্রি কিংবা প্রথম শ্রেণির ডিগ্রি (অথবা ৫ বছরের ইন্টিগ্রেটেড কোর্স) বা সমতুল্য স্বীকৃত কোর্স পাশ বা কেমিস্ট্রি, এক্সপ্লোসিভ কেমিস্ট্রির প্রথম শ্রেণির এম.এসসি. ডিগ্রি কিংবা প্রথম শ্রেণির এমবিএ অথবা এমএসডব্লু অথবা (২ বছরের) পিজি ডিপ্লোমা কিংবা হিউম্যান রিসোর্সে সমতুল্য কোর্স পাশ কিংবা সিএ অথবা আইসিডব্লুএ পাশ অথবা এআইএমএ স্বীকৃত কোর্স অথবা প্রথম শ্রেণির এমবিএ (ফিনান্স) বা সমতুল্য পাশ করা প্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। তফশিলি জাতি-উপজাতি অথবা বিশেষভাবে শারীরিক সক্ষমদের অন্তত ৫৫ শতাংশ নম্বর পেলেই হবে। চুক্তির প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বছরে থোক পারিশ্রমিক যথাক্রমে ৩০,০০০ টাকা, ৩৩,০০০ টাকা, ৩৬,০০০ টাকা এবং ৩৯,০০০ টাকা।

আরও পড়ুন

প্রার্থী বাছাই পদ্ধতি
প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। নামের তালিকা পাওয়া যাবে এবং ইন্টারভিউ কললেটার ডাউনলোড করতে পারবেন https://www.bdl-india.in ওয়েবসাইটের কেরিয়ার সেকশনে গিয়ে ৫ জুলাই, বিকেল ৪টের পর থেকে।

আবেদনের ফি ও পদ্ধতি
প্রোজেক্ট ইঞ্জিনিয়ার ও অফিসার পদের অসংরক্ষিত অথবা ওবিসি (এনসিএল) অথবা ইডব্লুএস প্রার্থীদের আবেদনের ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে। আবেদন করবেন ২৩ জুন, ২০২৩ বিকেল ৫টার মধ্যে অনলাইনে https://www.bdl-india.in ওয়েবসাইটের কেরিয়ার সেকশনে গিয়ে। মোট ২টি পার্টে আবেদন করতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন সংস্থার ওয়েবসাইটে।

Advertisement

Advertisement