রেজিস্ট্রেশন, ফর্ম ভরা, পরীক্ষা ইত্যাদি নিয়ে গত বেশ কয়েকদিন ধরেই পড়ুয়াদের বিক্ষোভ চলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে। কিছুদিন আগেই মাইগ্রেশন সার্টিফিকেট নিতে এসে বিশ্ববিদ্যালয়ের একটি গেট ভেঙে ক্যাম্পাসে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। তাই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিরাপত্তার ব্যবস্থা আরও আঁটসাঁট করতে এবার ‘বাউন্সার’ মোতায়েন করা হয়েছে।
সম্প্রতি মাইগ্রেশন সার্টিফিকেট নিতে এসে বিশ্ববিদ্যালয়ের একটি গেট ভেঙে ক্যাম্পাসে ঢুকে পড়ে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কি, হাতাহাতিতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তারক্ষীর হাতও ভেঙেছে বলে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক দপ্তরেরও বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিরাপত্তার ব্যবস্থা আরও আঁটসাঁট করতেই সাধারণ নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাউন্সার মোতায়েন করা হয়েছে।
স্কুলে রেজাল্ট-বিক্ষোভ কেন? রিপোর্ট চাইল শিক্ষা দফতর
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে যে নিরাপত্তা সংস্থা রয়েছে, তারাই নিরাপত্তারক্ষীর বদলে ছ'জন বাউন্সার নিয়োগ করেছে বলে জানা গিয়েছে। সাধারণ নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাউন্সার নিয়োগ করা নিয়ে আপত্তিও জানিয়েছেন ছাত্র সংগঠন ডিএসও, সিইউএসইউ এবং শিক্ষাকর্মীদের একাংশ। তাঁদের অনেকেরই মত, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ কোনও নতুন ঘটনা নয়। তাই বলে এ ভাবে ক্যাম্পাসে বাউন্সার নিয়োগ করা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য বিরোধী সিদ্ধান্ত!
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘বাউন্সার’ মোতায়েন করার প্রসঙ্গে উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দোপাধ্যায় জানান, পড়ুয়াদের বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙেছে, এক নিরাপত্তারক্ষীর হাতও ভেঙেছে। তাই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা নিরাপত্তারক্ষীর বদলে ছ'জন বাউন্সার নিয়োগ করেছে। এর সঙ্গে সরাসরি বিশ্ববিদ্যালয়ের কোনও সম্পর্ক নেই।