scorecardresearch
 

CBSE 10th Result 2021: CBSE দশমের রেজাল্ট আউট, পাশ ৯৯.০৪%, কত পেয়েছেন? এই ভাবে দেখে নিন

CBSE 10th Result: রেজাল্ট দেখতে পাওয়া যাবে cbseresult.nic.in-এ ক্লিক করে। রেজাল্ট ঘোষণার পরে CBSE বোর্ড results.nic.in,cbseresults.nic.in, cbse.gov.in, cbse.nic.in -- এই সাইটগুলিতে ছাত্র-ছাত্রীরা দেখতে পাবে রেজাল্ট।

Advertisement
CBSE 10th Result 2021 CBSE 10th Result 2021
হাইলাইটস
  • কী ভাবে রেজাল্ট দেখা যাবে?
  • কী ভাবে রেজাল্ট ডাউনলোড করবেন?
  • CBSE ওয়েবসাইট ছাড়া আর কোথায় দেখা যাবে রেজাল্ট?

CBSE Class 10th Result 2021: প্রকাশিত হল ২০২১ সালের সিবিএসই-র দশম শ্রেণির ফল। এ বছর করোনার জেরে পরীক্ষা হয়নি। ফলে নবম ও দশম শ্রেণির ইন্টারনাল পরীক্ষার রেজাল্টের ভিত্তিতেই মূল্যায়ন করা হয়েছে রেজাল্টে। এ বছর CBSE দশমে পাশের হার ৯৯.০৪ শতাংশ। মোট ২০ লক্ষ ৯৭ হাজার ১২৮ জন পরীক্ষা এ বছর সিবিএসই দিয়েছিল। পাশ করেছে ২০ লক্ষ ৭৬ হাজার ৯৯৭ জন। পাশের হারে শীর্ষে রয়েছে কেরল। কেরলে ৯৯.৯৯ শতাংশ পড়ুয়াই পাশ করেছে সিবিএসই দশম শ্রেণিতে। প্রথম ১০ রয়েছে পটনাও। কিন্তু দিল্লি প্রথম দশে স্থান পায়নি। 

কী ভাবে রেজাল্ট দেখা যাবে?

রেজাল্ট দেখতে পাওয়া যাবে cbseresult.nic.in-এ ক্লিক করে। রেজাল্ট ঘোষণার পরে CBSE বোর্ড results.nic.in,cbseresults.nic.in, cbse.gov.in, cbse.nic.in -- এই সাইটগুলিতে ছাত্র-ছাত্রীরা দেখতে পাবে রেজাল্ট। এছাড়াও digilocker ও  UMANG App-এও দেখা যাবে রেজাল্ট।

কী ভাবে রেজাল্ট ডাউনলোড করবেন?

দশম শ্রেণির রেজাল্ট ঘোষণা করে দিয়েছে CBSE বোর্ড। যে ছাত্র-ছাত্রীদের কাছে রোল নম্বর নেই, তারা এই ভাবে বের করে নিন রোল নম্বর।

প্রথমে সরকারি ওয়েবসাইট cbse.gov.in-এ যান। এরপর Roll Number Finder 2021-এ ক্লিক করুন। তারপর ‘Continue’ ক্লিক করুন। এরপর দশম শ্রেণির অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিন। খানিক পরেই আপনার রোল নম্বর স্ক্রিনে দেখা যাবে।

CBSE ওয়েবসাইট ছাড়া আর কোথায় দেখা যাবে রেজাল্ট?

প্রচুর ছাত্র একসঙ্গে রেজাল্ট দেখার জন্য সিবিএসই-র ওয়েবসাইটে ট্র্যাফিক ডাউন হয়ে যায়। সে ক্ষেত্রে CBSE 10th Result 2021 আপনি ডিজিলকার অ্যাপ (DigiLocker App)  ও উমঙ্গ ওয়েবসাইট (UMANG App)-S ডাউনলোড করতে পারেন।

এর আগে করোনা আবহে এপ্রিল মাসেই বাতিল করে দেওয়া হয় সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা। কোভিডের সংক্রমণ বৃদ্ধির কথা মাথায় রেখে মে মাস থেকে শুরু হওয়ার কথা ছিল দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। গত ফেব্রুয়ারি মাসে সিবিএসই ঘোষণা করেছিল যে, এবছর ৪ মে থেকে শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা। সব পরীক্ষা অফলাইন-লিখিত আকারে হবে বলে জানানো হয়েছিল। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে শেষে বাতিলই করে দিতে হয় পরীক্ষা।

Advertisement

Advertisement