scorecardresearch
 

Career In Space Science: ISRO-র চাকরি কীভাবে-মহাকাশ বিজ্ঞানী হতে কী কী কোর্স দরকারি? রইল বিস্তারিত

চন্দ্রযান-৩-এর সাফল্য খুশিতে মেতে রয়েছে গোটা দেশ। এই সাফল্য দেশের কোটি কোটি পড়ুয়াকে মহাকাশ বিজ্ঞানের দিকে আকৃষ্ট করেছে। মহাকাশে ভারত আধিপত্য বাড়াতে শুরু করেছে।

Advertisement
মহাকাশ বিজ্ঞানী হতে কোন কোন কোর্স করতে হবে? মহাকাশ বিজ্ঞানী হতে কোন কোন কোর্স করতে হবে?
হাইলাইটস
  • আগামী দিনে মহাকাশ বিজ্ঞান ক্ষেত্রে ক্যারিয়ারের সম্ভাবনা বাড়তে চলেছে
  • চন্দ্রযান-৩-এর সাফল্য খুশিতে মেতে রয়েছে গোটা দেশ

চন্দ্রযান-৩-এর সাফল্য খুশিতে মেতে রয়েছে গোটা দেশ। এই সাফল্য দেশের কোটি কোটি পড়ুয়াকে মহাকাশ বিজ্ঞানের দিকে আকৃষ্ট করেছে। মহাকাশে ভারত আধিপত্য বাড়াতে শুরু করেছে। মহাকাশ নিয়ে গবেষণা ও মিশনের জন্য বেসরকারি সংস্থাগুলিকেও এগিয়ে আসতে বলেছে সরকার। এটা নিশ্চিত যে আগামী দিনে মহাকাশ বিজ্ঞান ক্ষেত্রে ক্যারিয়ারের সম্ভাবনা বাড়তে চলেছে। আপনি যদি মহাকাশ গবেষণায় ক্যারিয়ার গড়তে আগ্রহী হন, তাহলে জানুন যে আপনি কোথায় পড়াশোনা করতে পারবেন এবং কী কী কোর্স করতে হবে।

যদি মহাকাশে ক্যারিয়ার গড়ার আগ্রহ থাকে, তাহলে মাধ্যমিকের পরেই সিদ্ধান্ত নিতে হবে। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। কারণ, পদার্থবিদ্যা, রসায়ন ও অঙ্ক, এই তিনটি বিষয়ের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে মহাকাশ বিজ্ঞানের।

বিএসসি এবং বিটেক করতে পারেন

মহাকাশ গবেষণার জন্য B.Tech এবং B.Sc দুটি কোর্স উপলব্ধ। অনেক IIT, বড় বিশ্ববিদ্যালয়েও এই কোর্সগুলি করানো হয়। আপনাকে কেবল সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের মহাকাশে লুকিয়ে থাকা রহস্যগুলি আবিষ্কার করতে হবে এবং এটিকে ক্যারিয়ার হিসাবে গ্রহণ করতে হবে। এই কোর্সগুলোর নাম B.Tech in Space Technology বা B.Tech in Space Engineering। অনেক প্রতিষ্ঠান BTech এর পরিবর্তে BE ডিগ্রি দেয়। নাম নিয়ে বিভ্রান্ত হবেন না। BE এবং BTech একই মানের। এদের মধ্যে কোনও পার্থক্য নেই। এই কোর্সটি চার বছরের। IISc বেঙ্গালুরু মহাকাশ বিজ্ঞানের উপর অনেক কোর্স করায়, আপনি সেখান থেকেও পড়াশোনা করতে পারেন।

মহাকাশ বিজ্ঞান কী?

মহাকাশ বিজ্ঞান বিস্ময়ে পরিপূর্ণ। এটাই বিজ্ঞান, যা আমাদের পৃথিবীর বাইরে চিন্তা করতে বাধ্য করে। গ্রহ, উপগ্রহ, নক্ষত্র ইত্যাদি নিয়ে চিন্তা ও গবেষণা করতে অনুপ্রাণিত করে। পুরো বিশ্ব মহাকাশে অনেক গোপনীয়তা ঢেকে রেখেছে, কিন্তু এখনও প্রতিটি গবেষণাই নতুন কিছু করে। এ ক্ষেত্রে বিপুল সম্ভাবনা রয়েছে। মহাকাশ বিজ্ঞানে জ্যোতির্বিদ্যা, জ্যোতির্বিজ্ঞান, পৃথিবী বিজ্ঞান, সৌরজগৎ অধ্যয়ন করা হয়। এটিতে অনেকগুলি উপ-বিভাগ রয়েছে, যেখানে কেউ বহু বছর কাটিয়ে কিছু মাত্র অর্জন করে। মহাকাশ প্রযুক্তি বা বিজ্ঞানে অনেক ধৈর্যের প্রয়োজন।

Advertisement

কী কী কোর্স?

দেশে মহাকাশ বিজ্ঞান সম্পর্কিত অনেক কোর্স রয়েছে। এগুলো UG, PG থেকে PhD পর্যন্ত। পড়াশোনা শেষ করার পর আপনি ISRO, DRDO, HAL, National Aeronautical Limited, National Space Research and Development Agency-এ চাকরি পেতে পারেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পদের জন্যও আবেদন করতে পারেন। এখানে স্পেস সায়েন্টিস্ট, অ্যাস্ট্রোনমার, জিওলজিস্ট, অ্যাস্ট্রোফিজিসিস্ট, রাডার টেকনিশিয়ান, রোবোটিক টেকনিশিয়ান, স্যাটেলাইট টেকনিশিয়ান ইত্যাদির পদে নিয়োগ করা হয়।

ISRO সাহায্য করে

ISRO শিক্ষার্থীদেরকে মহাকাশ বিজ্ঞানে আগ্রহ বজায় রাখতে অনুপ্রাণিত করে। অনেক কোর্স ISRO নিজেই চালায়। ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রাম স্কুলের বাচ্চাদের জন্য ইউভিকা নামে চালানো হয়। অনলাইন মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা রয়েছে। নির্বাচিত ছাত্রদের সারা দেশে ছড়িয়ে থাকা কেন্দ্রীয় সরকারি বিজ্ঞান কেন্দ্রগুলিতে আনা হয়। কোর্স শেষে সমস্ত ছাত্র-ছাত্রীদের ISRO থেকে শংসাপত্রও দেওয়া হয়। এছাড়াও রয়েছে ISRO STEM পোর্টাল। এখানে অনলাইনে সমস্ত তথ্য পাওয়া যায়। বিজ্ঞানীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্লাস নেন। শিক্ষার্থীদের একটি ভার্চুয়াল ইন্টারফেসের মাধ্যমে স্থান সম্পর্কে তথ্য দেওয়া হয়।

দেরাদুনে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং, ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট। স্পেস এরিয়া সম্পর্কিত লাইভ ক্লাসও এখানে অনুষ্ঠিত হয়, তাই ই-লার্নিং এর ব্যবস্থাও এখানে পাওয়া যায়। ISRO অনেক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাত মিলিয়ে কোর্স করাচ্ছে। ISRO ছাত্র-ছাত্রীদের ইন্টার্নশিপ করারও সুযোগ দেয়।

Advertisement