scorecardresearch
 

NEET প্রশ্নফাঁস হয়েছিল? পুনরায় পরীক্ষা চেয়ে আরও মামলা সুপ্রিম কোর্টে, বিতর্ক সম্পর্কে যা জানা জরুরি

NEET UG Exam Supreme Court Petition: মেডিকেল প্রবেশিকা নিট নিয়ে তুঙ্গে বিতর্ক। পরীক্ষায় কারচুপির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন পরীক্ষার্থীরা। একই পরীক্ষাকেন্দ্র থেকে এতজন টপার হল কীভাবে? ৬৭ জন কীভাবে ৭২০-তে ৭২০ পেতে পারেন? পুরোটাই বেশ সন্দেহের চোখেই দেখছেন বাকি পরীক্ষার্থীরা। NTA-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বেশ কিছু পিটিশন দাখিল করা হয়েছে।  NTA একটি তদন্ত কমিটিও গঠন করেছে।

Advertisement
NEET 2024 নিয়ে প্রতিবাদ পরীক্ষার্থীদের NEET 2024 নিয়ে প্রতিবাদ পরীক্ষার্থীদের
হাইলাইটস
  • মেডিকেল প্রবেশিকা নিট নিয়ে তুঙ্গে বিতর্ক।
  • পরীক্ষায় কারচুপির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন পরীক্ষার্থীরা।
  • একই পরীক্ষাকেন্দ্র থেকে এতজন টপার হল কীভাবে? ৬৭ জন কীভাবে ৭২০-তে ৭২০ পেতে পারেন?

NEET UG Exam Supreme Court Petition: মেডিকেল প্রবেশিকা নিট নিয়ে তুঙ্গে বিতর্ক। পরীক্ষায় কারচুপির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন পরীক্ষার্থীরা। একই পরীক্ষাকেন্দ্র থেকে এতজন টপার হল কীভাবে? ৬৭ জন কীভাবে ৭২০-তে ৭২০ পেতে পারেন? পুরোটাই বেশ সন্দেহের চোখেই দেখছেন বাকি পরীক্ষার্থীরা। NTA-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বেশ কিছু পিটিশন দাখিল করা হয়েছে।  NTA একটি তদন্ত কমিটিও গঠন করেছে। 

স্নাতক স্তরে মেডিকেল কোর্সে ভর্তির জন্য ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট (NEET) নেওয়া হয়। ভারত তথা বিশ্বের অন্যতম কঠিন প্রবেশিকা পরীক্ষা এটি। এবারের NEET-এর ফলাফলে অসঙ্গতি নিয়েই তুঙ্গে বিতর্ক। সুপ্রিম কোর্টে একটি নতুন পিটিশন দায়ের করা হয়েছে। নতুন পিটিশনে NEET-UG 2024-এর রেজাল্ট প্রত্যাহার করে নতুন পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয়েছে। তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের আবদুল্লাহ মোহাম্মদ ফয়েজ এবং ডাঃ শেখ রোশন মোহিদিন এই পিটিশন দায়ের করেছেন। তাঁদের দাবি, এতজনের 718 এবং 719-র মতো কাঁড়িকাঁড়ি নম্বর পাওয়া অসম্ভব।

আবেদনে যা বলা হয়েছে

আরও পড়ুন

পিটিশনে বলা হয়েছে, একটি নির্দিষ্ট কেন্দ্র থেকেই ৬৭ জন পরীক্ষার্থী সম্পূর্ণ 720 নম্বর পেয়েছে। 'পরীক্ষার্থীদের দেওয়া গ্রেস মার্কের কোন যৌক্তিকতাই নেই এবং তাদের দেওয়া গ্রেস মার্ক অনুযায়ীও কোন তালিকা শেয়ার করা হয়নি। তাছাড়া, গ্রেস মার্ক দেওয়ার কারণ হল সময়ের অপচয় হয়েছে। এটি সম্পর্কে পরীক্ষার আগেই পড়ুয়াদের জানানো উচিৎ ছিল।

অ্যানসার কী নিয়ে আপত্তি 

পিটিশনে আরও বলা হয়েছে, এনটিএ-র প্রকাশিত অ্যানসার কী-তে সমস্যা ছিল। বলা হচ্ছে, অ্যানসার কী-তে একটি প্রশ্নের উত্তর ভুল দেওয়া হয়েছে। বইতে অন্য উত্তর লেখা। এই নিয়ে পর্যালোচনার পর জানা যায় দু'টি উত্তরই সঠিক। পরীক্ষার্থীরা দু'টির মধ্যে থেকে যে কোনও একটি বেছে নিলেই তাঁদের নম্বর দেওয়া হবে।

আবেদনে বলা হয়, প্রবেশিকা পরীক্ষায় জালিয়াতি মেধাতন্ত্রের নীতি এবং সমান সুযোগের নীতির বিরোধী। এর ফলে যাঁরা অর্থের বিনিময়ে ফাঁস হওয়া প্রশ্ন কিনে নেয়, তারা অন্যদের তুলনায় এগিয়ে যায়। 

Advertisement

চিকিৎসা ক্ষেত্রে অবহেলা গ্রহণযোগ্য নয়

আবেদনে আরও বলা হয়, চিকিৎসা ক্ষেত্রে বুদ্ধিমত্তা ও বিশেষজ্ঞদের প্রয়োজন। পরীক্ষায় পাশ করার জন্য প্রতারণা বা অন্যায্য উপায় ব্যবহার করলে সেটা যোগ্যতার অভাব হতে পারে। এতে দীর্ঘমেয়াদে রোগীদের স্বাস্থ্য ও জীবনও বিপন্ন হতে পারে। শীর্ষ আদালতে দায়ের করা পিটিশনে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ রয়েছে। ১৭ মে, সুপ্রিম কোর্ট একটি নোটিশ জারি করেছিল। কিন্তু রেজাল্ট ঘোষণা স্থগিত করা হয়নি।

এক সপ্তাহের মধ্যে NTA-র সিদ্ধান্ত 

ইতিমধ্যেই, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) সিদ্ধান্ত নিয়েছে যে একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হবে। তাঁরা ১,৬০০ পরীক্ষার্থীর অভিযোগ বিশ্লেষণ করবে। এঁরা প্রত্যেকেই NEET 2024 দিয়েছিলেন। কেন্দ্রীয় সরকারও NEET 2024 পেপার ফাঁস নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে। সংবাদ সম্মেলনে উচ্চশিক্ষা সচিব বলেন, 'শুধুমাত্র সাওয়াই মাধোপুরে কেন্দ্র থেকেই পরীক্ষার্থীদের কাগজপত্র নিয়ে বের হওয়ার ঘটনা ঘটেছে। এরপর সেখানে পরীক্ষা বন্ধ করে নতুন প্রশ্নপত্র নিয়ে আবার পরীক্ষা নেওয়া হয়। সমস্যা হয়েছে মাত্র ৬টি কেন্দ্রে। অন্য সব জায়গায় NEET পরীক্ষা কোনওরকম ত্রুটি ছাড়াই সম্পন্ন হয়েছিল। পেপার ফাঁসের মতো কোনও ঘটনা ঘটেনি। NTA পরীক্ষা তদন্তের জন্য একটি কমিটি গঠন করে। সেই কমিটি এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেবে।

তথ্য সৌজন্যে: কনু সারদা

TAGS:
Advertisement