scorecardresearch
 

NEET UG EXAM 2021: দিনক্ষণ ঘোষিত হল, কাল থেকেই রেজিস্ট্রেশন

অবশেষে ঘোষিত হল NEET-এর সূচি। আজ কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, আগামী ১২ সেপ্টেম্বর হবে পরীক্ষা।

Advertisement
NEET NEET
হাইলাইটস
  • অবশেষে ঘোষিত হল NEET-এর সূচি
  • কাল থেকেই রেজিস্ট্রেশন, পরীক্ষা ১২ সেপ্টেম্বর

অবশেষে ঘোষিত হল NEET-এর সূচি। আজ কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, আগামী ১২ সেপ্টেম্বর হবে পরীক্ষা। আর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু আগামিকাল বিকেল ৫টা থেকে। অনলাইনে NEET-এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা যাবে। 

আজই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান টুইটারে পরীক্ষার সূচির কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন করোনা বিধি মেনেই পরীক্ষা নেওয়া হবে। সেজন্য পরীক্ষা কেন্দ্রের ও পরীক্ষা নেওয়ার শহরের সংখ্যা বাড়ানো হয়েছে। তিনি লিখেছেন, '১৫৫টি শহরে পরীক্ষা নেওয়ার কথা ছিল। সেই সংখ্যা বাড়িয়ে ১৯৮ করা হচ্ছে। এছাড়াও ২০২০টির বদলে ৩৮৬২টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।' 

পরীক্ষাকেন্দ্রে পাওয়া যাবে মাস্ক 

ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, প্রতিটি পরীক্ষার্থীর সুরক্ষার কথা ভেবে তাঁদের পরীক্ষা কেন্দ্রেই মাস্ক দেওয়া হবে। পরীক্ষাকেন্দ্রগুলিকে স্যানিটাইজ করা হবে ও কনট্যাক্টলেস রেজিস্ট্রেশন পরীক্ষার ব্যবস্থা রাখা হবে। 

জানা গিয়েছে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় জিজ্ঞাসা neet.nta.nic.in- এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষা হবে ১২ সেপ্টেম্বর। তার এক সপ্তাহ আগে অ্য়াডমিট কার্ড হাতে পেতে পারেন পরীক্ষার্থীরা। 

Advertisement
Advertisement