scorecardresearch
 

Personality Test: চা, কফি না গ্রিন টি? আপনার পছন্দই বলে দেবে আপনি কেমন মানুষ

আপনি কফি ভালবাসেন? না চা? নাকি গ্রিন টি? সেটাই বলে দেবে আপনার ব্যক্তিত্ব। আজ্ঞে হ্যাঁ, চা ও কফির উপর নির্ভর করছে মানুষের ব্যক্তিত্ব।

Advertisement
Personality Test Coffee vs tea Personality Test Coffee vs tea
হাইলাইটস
  • কফি ভালবাসেন? না চা? নাকি গ্রিন টি?
  • সেটাই বলে দেবে আপনার ব্যক্তিত্ব। 

চা না কফি? কোনটা খেতে পছন্দ করেন! চা না কফির পছন্দ বলে দিতে পারে সেই ব্যক্তির স্বভাব কেমন! আজ্ঞে হ্যাঁ, চা ও কফির উপর নির্ভর করছে মানুষের ব্যক্তিত্ব। আপনি কফি ভালবাসেন? না চা? নাকি গ্রিন টি? সেটাই বলে দেবে আমি কেমন স্বভাবের মানুষ। 

ব্ল্যাক কফি- ব্ল্যাক কফি কারও পছন্দের তালিকায় থাকলে বলা যেতে পারে তিনি দুর্দান্ত ব্যক্তিত্বের অধিকারী। অযথা সময় নষ্ট করেন না। কাজের ব্যাপারে সিরিয়াস। সেই সঙ্গে পুরনো ধ্যানধারণায় বিশ্বাসী। ধৈর্য্য রয়েছে। এবং প্রচণ্ড দক্ষ মানুষ। এই ধরনের ব্যক্তিরা হন দৃঢ়প্রতিজ্ঞ। ফিট থাকতে পছন্দ করেন। নিজেকে নিয়ে পছন্দ আত্মবিশ্বাসী হন। পরিবর্তনে অনীহা। নিজের অবস্থানে অনড় থাকেন।  

ক্যাপুচিনো কফি- ক্যাপুচিনো কারও পছন্দের হলে তিনি দুঃসাহসিক, খোলা মনের, পরিশীলিত, সৎ এবং অতি-সৃজনশীল ব্যক্তিত্বের অধিকারী হন। 

এসপ্রেসো কফি- এসপ্রেসো কফি প্রিয় হলে বলতে হবে আপনি দৃঢ়চেতা চরিত্রের। অত্যন্ত সাহসী মানুষ।

ল্যাটে কফি- ল্যাটে কফি যাঁরা পছন্দ করেন তাঁরা সাধারণত অলস প্রকৃতির হন। ঝুটঝামেলা চান না। যখন যেমন তখন সেভাবেই চলতে পছন্দ করেন। 

চা- ভারতে বেশিরভাগ মানুষেরই চা পছন্দ। চা-পানকারীরা শান্তিতে থাকতে ভালবাসেন। গভীর অর্থপূর্ণ কথা বলতে পারেন। বাড়ি ও পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে চান চা-খোররা। নতুন জায়গা এবং মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে ভালবাসেন। এক কাপ চা নিয়ে দীর্ঘক্ষণ আড্ডা দিতে ওস্তাদ। অফিস এবং সামাজিক জীবন ভারসাম্য রাখেন। ঐতিহ্য,সংস্কৃতি এবং মূল্যবোধকে গুরুত্ব দেন। ব্যবহার অত্যন্ত ভাল। পুরনো ধ্যানধারণায় বিশ্বাসী হন। দৃঢ় মতামত থাকে। সাহসীও হন। যেখানেই যান না কেন মানুষের কাছ থেকে তাঁদের জীবন সম্পর্কে গল্প শুনতে ভালবাসেন। মেলামেশা উপভোগ করেন। অত্যন্ত আশাবাদীও হন। জীবনের ছোট ছোট জিনিসেই আনন্দ খুঁজে নেন। জীবনের বিভিন্ন দিক খুঁজতেও ভাল লাগে। 

Advertisement

গ্রিন টি- গ্রিন টি এখন অনেকের পছন্দ। গ্রিন টি যাঁরা খান তাঁরা শান্ত, দৃঢ়প্রতিজ্ঞ এবং নম্র হন। তাঁরা যে কোনও সিদ্ধান্ত ভাবনাচিন্তা করে নেন। স্বাস্থ্য সচেতন। যে কোনও লক্ষ্যের প্রতি অত্যন্ত সিরিয়াস। শরীর, মন এবং আবেগের ভারসাম্য করতে দক্ষ। নিজের সম্পর্কে সচেতন। যা কিছু খারাপ তা থেকে দূরে থাকতে ভালবাসেন। কোনও রীতি বা সংস্কৃতির প্রতি অন্ধভক্ত নন। রীতিনীতির বদল করতেও পিছপা হন না। ভিড়ের মাঝে নিজে ব্যক্তিত্ব নিয়ে সচেতন থাকেন। যে কোনও বিষয়কে পর্যবেক্ষণ করতে ভালবাসেন। খুব ভাল শ্রোতা আপনি। 

আরও পড়ুন- পাকা চুল কালো করে, ফেরায় জেল্লা, গ্রামবাংলার এই তেল যেন মহাষৌধি

Advertisement