scorecardresearch
 

Central Railway Recruitment 2022 : পরীক্ষা ছাড়াই রেলে চাকরি, রইলো বেতন-ইন্টারভিউ-সহ সমস্ত খুঁটিনাটি

এই পদগুলিতে আবেদনের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। মাসে সর্বোচ্চ ২৭,৫০০ টাকা পর্যন্ত দেওয়া হবে বেতন। এক্ষেত্রে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের এই সংক্রান্ত বিজ্ঞপ্তি ভাল করে পড়ে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে (Central Railway Teacher Recruitment 2022 Notification)। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • রেলে চাকরির সুযোগ
  • নিয়োগ হবে শিক্ষক পদে
  • হবে শুধু ইন্টারভিউ

পরীক্ষা ছাড়াই রেলে চাকরির সুযোগ। শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাইছে মধ্য রেল (Central Railway)। নিয়োগ হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী ৪ অক্টোবর হওয়ার কথা ইন্টারভিউ। এই নিয়োগ প্রক্রিয়ার মাধম্যে PGT, TGT এবং PRT পদে মোট ২২ জন শিক্ষককে নেওয়া হবে। এরমধ্যে  PGT পদে ৫ জন, TGT পদে ৮ জন এবং  PRT পদে ৯ জনকে নিয়োগ করবে রেল। 

শিক্ষাগত যোগ্যতা (Central Railway Teacher Recruitment 2022)
PGT Teacher :
স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, B.Ed এবং হিন্দি ও ইংরেজি মাধ্যমে পড়াতে সক্ষম। 
TGT Teacher : প্রাথমিক শিক্ষায় ২ বছরের ডিপ্লোমা ও বিএড-সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক। এছাড়া হিন্দি এবং ইংরেজি মাধ্যমে  শিক্ষাদানের দক্ষতা। 
PRT Teacher : ইন্টারমিডিয়েট (দ্বাদশ শ্রেণি) পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বরসহ পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। 

বয়সসীমা ও বেতন
এই পদগুলিতে আবেদনের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। মাসে সর্বোচ্চ ২৭,৫০০ টাকা পর্যন্ত দেওয়া হবে বেতন। এক্ষেত্রে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের এই সংক্রান্ত বিজ্ঞপ্তি ভাল করে পড়ে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে (Central Railway Teacher Recruitment 2022 Notification)। 

আগামী ৪ অক্টোবর হওয়ার কথা ওয়াক ইন ইন্টারভিউ। তার জন্য প্রার্থীদের আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, জন্মতারিখে প্রমানপত্র, জাতি প্রমানপত্র-সহ ভুসাওয়ালের ডিআরএম অফিসে উপস্থিত হতে হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ইন্টারভিউ। 

আরও পড়ুনঅফিসার নিয়োগ করছে EPFO, বেতন মাসে প্রায় ৩৫ হাজার টাকা

 

Advertisement