SSC CGL 2024: ১৭ হাজারের বেশি নিয়োগ কেন্দ্রীয় সরকারের, আজ থেকেই আবেদন শুরু
SSC CGL 2024: স্টাফ সিলেকশন কমিশন (SSC) কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা (SSC CGL) 2024-এর জন্য নোটিফিকেশন জারি করেছে৷ এ বছরের নিয়োগের মাধ্যমে প্রায় 17,727টি শূন্যপদ পূরণ করা হবে।SSC-র অফিসিয়াল ওয়েবসাইট, ssc.gov.in-এ অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে। আগামী 24 জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে।
17 হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ হবে এই পরীক্ষার মাধ্যমে। - কলকাতা,
- 26 Jun 2024,
- (Updated 26 Jun 2024, 4:48 PM IST)
হাইলাইটস
- স্টাফ সিলেকশন কমিশন (SSC) কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা (SSC CGL) 2024-এর জন্য নোটিফিকেশন জারি করেছে৷
- বছরের নিয়োগের মাধ্যমে প্রায় 17,727টি শূন্যপদ পূরণ করা হবে।
- SSC-র অফিসিয়াল ওয়েবসাইট, ssc.gov.in-এ অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে। আগামী 24 জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে।
SSC CGL 2024: স্টাফ সিলেকশন কমিশন (SSC) কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা (SSC CGL) 2024-এর জন্য নোটিফিকেশন জারি করেছে৷ এ বছরের নিয়োগের মাধ্যমে প্রায় 17,727টি শূন্যপদ পূরণ করা হবে।SSC-র অফিসিয়াল ওয়েবসাইট, ssc.gov.in-এ অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে। আগামী 24 জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে।
SSC CGL 2024: গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরুর তারিখ: 24 জুন
- আবেদনের শেষের তারিখ: 24 জুলাই
- ফি প্রদানের শেষ তারিখ: 25 জুলাই
- আবেদনপত্র সংশোধনের উইন্ডো: আগস্ট 10-11
- টিয়ার 1 পরীক্ষার সম্ভাব্য সময়সূচী: সেপ্টেম্বর-অক্টোবর
- টিয়ার 2 পরীক্ষার সম্ভাব্য সময়সূচী: ডিসেম্বর 2024
SSC CGL 2024: বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের বয়সসীমা পোস্ট অনুসারে আলাদা। নির্দিষ্ট বিভাগ অনুযায়ী আপনার বয়সসীমা দেখে নিন। বয়সের কাট-অফ ডেট হল 1 অগস্ট, 2024। অর্থাৎ এই তারিখের ভিত্তিতে আপনার বয়স হিসেব করতে হবে।বিশেষ সংরক্ষণের আওতাধীন চাকরিপ্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় নিয়মমাফিক ছাড় দেওয়া হবে। পদের উপর নির্ভর করে শিক্ষাগত যোগ্যতাও ভিন্ন। প্রার্থীদের আরও তথ্যের জন্য বিস্তারিত নোটিফিকেশন দেখতে হবে।
SSC CGL 2024: আবেদন ফি
SSC CGL 2024-এর আবেদনের ফি হল 100 টাকা। তবে, মহিলা আবেদনকারী এবং যাঁরা তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST), বেঞ্চমার্ক বিশেষভাবে সক্ষম ব্যক্তি (PwBD) এবং প্রাক্তন জওয়ানরা(ESM) সংরক্ষণের আওতায় পড়বেন। তাই তাঁদের ফি দিতে হবে না।
আরও পড়ুন