scorecardresearch
 

SBI CBO Recruitment 2022 : প্রায় দেড় হাজার পদে নিয়োগ SBI-এর, জানুন আবেদনের শেষ তারিখ-পরীক্ষার দিনক্ষণ

সার্কেল বেসড অফিসার বা CBO পদে মোট ১,৪২২ জনকে নিয়োগ করা হবে (SBI Recruitment 2022)। তারমধ্যে ১,৪০০ জনকে রেগুলার পদে এবং বাকি ২২ জনকে ব্যাকলগ পদে। এই চাকরির জন্য পরীক্ষা নেওয়া হবে আগামী ৪ ডিসেম্বর ২০২২ (SBI CBO Recruitment 2022)। অ্যাডমিট কার্ডের মাধ্যমে চাকরিপ্রার্থীদের পরীক্ষার তারিখ, কেন্দ্র ও সময় জানিয়ে দেওয়া হবে। অফিসিয়াল ওসেবসইট থেকেই ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড। আবেদনের শেষ তারিখ ৭ নভেম্বর ২০২২। 

Advertisement
SBI SBI
হাইলাইটস
  • ব্যাঙ্কে চাকরির সুযোগ
  • স্টেট ব্যাঙ্কে চলছে নিয়োগ প্রক্রিয়া
  • জেনে নিন খুঁটিনাটি

ব্যাঙ্কে চাকরি করতে চান যাঁরা, তাঁদের জন্য সুখবর। কর্মী নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India)। সার্কেল বেসড অফিসার পদে নিয়োগ করছে SBI। অনলাইনে আবেদন করতে হবে SBI-এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in বা ibpsonline.ibps.in-এ। 

সার্কেল বেসড অফিসার বা CBO পদে মোট ১,৪২২ জনকে নিয়োগ করা হবে (SBI Recruitment 2022)। তারমধ্যে ১,৪০০ জনকে রেগুলার পদে এবং বাকি ২২ জনকে ব্যাকলগ পদে। এই চাকরির জন্য পরীক্ষা নেওয়া হবে আগামী ৪ ডিসেম্বর ২০২২ (SBI CBO Recruitment 2022)। অ্যাডমিট কার্ডের মাধ্যমে চাকরিপ্রার্থীদের পরীক্ষার তারিখ, কেন্দ্র ও সময় জানিয়ে দেওয়া হবে। অফিসিয়াল ওসেবসইট থেকেই ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড। আবেদনের শেষ তারিখ ৭ নভেম্বর ২০২২। 

শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ বা ইন্টিগ্রেডেট ডুয়াল ডিগ্রি থাকতে হবে। মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যাকাউন্ট্যান্টের মতো শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। 

বয়সসীমা ও আবেদন শুল্ক
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। যদিও সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। আবেদনের জন্য সাধারণ, ইডব্লুএস এবং ওবিসি প্রার্থীদের ৭৫০ টাকা ফি দিতে হবে। তবে এসসি, এসটি ও পিডব্লুটি প্রার্থীদের আবেদন ফি-এর ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এই চাকরি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।  
 

আরও পড়ুন - আজও শিয়ালদা মেইন লাইনে বাতিল বহু ট্রেন, রইল সম্পূর্ণ তালিকা

 

Advertisement