scorecardresearch
 

Fake University: কলকাতার দু'টি সহ দেশে ২১ বিশ্ববিদ্যালয় ভুয়ো, ঘোষণা UGC-র

Fake Universities: কলকাতার দুটি বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়ো’ বলে ঘোষণা করল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা UGC। ইউজিসি-র ‘ভুয়ো’ বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে দেশের মোট ২১টি বিশ্ববিদ্যালয়, যার মধ্য এ রাজ্যেরও ২টি প্রতিষ্ঠানের নাম রয়েছে।

Advertisement
কলকাতার দুটি বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়ো’ বলে ঘোষণা করল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা UGC। কলকাতার দুটি বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়ো’ বলে ঘোষণা করল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা UGC।
হাইলাইটস
  • কলকাতার দুটি বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়ো’ বলে ঘোষণা করল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা UGC।
  • ইউজিসি-র ‘ভুয়ো’ বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে দেশের মোট ২১টি বিশ্ববিদ্যালয়।

কলকাতার দুটি বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়ো’ বলে ঘোষণা করল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা UGC। ইউজিসি-র ‘ভুয়ো’ বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে দেশের মোট ২১টি বিশ্ববিদ্যালয়, যার মধ্য এ রাজ্যেরও ২টি প্রতিষ্ঠানের নাম রয়েছে।

ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC) জানিয়েছে, এই ২১টি বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের কোনও রকম ডিগ্রি দিতে পারবে না। এ রাজ্যের যে ২টি বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়ো’ বলে ঘোষণা করেছে ইউজিসি সেগুলি হল চৌরঙ্গির ইন্ডিয়ান ইনস্টিউট অফ অল্টারনেটিভ মেডিসিন (Indian Institute of Alternative Medicine, Chowringhee) আর ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ (Institute of Alternative Medicine and Research, Thakurpukur)।

আরও পড়ুন: বিশ্বভারতীতে শতাধিক শূন্যপদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ-যোগ্যতা

দেশের এই ২১টি বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা করে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC) পড়ুয়াদের এখানে কোনও রকম কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে সতর্ক করেছে। ইউজিসি-র বিবৃতিতে বলা হয়েছে যে, বিশেষ করে সংসদের আইন দ্বারা ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলি ডিগ্রি প্রদান করতে পারে। ইউজিসি আজ প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের তালিকাকে "স্ব-শৈলীযুক্ত, অস্বীকৃত প্রতিষ্ঠান" (self-styled, unrecognized institutions) বলে অভিহিত করেছে এবং বলেছে যে তাদের ডিগ্রি দেওয়ার কোনও ক্ষমতা নেই।

দিল্লির ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলি হল, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্সেস (AIIPPHS), কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, ভোকেশনাল ইউনিভার্সিটি, ADR-কেন্দ্রিক জুরিডিকাল ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ-এমপ্লয়মেন্ট এন্ড (আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়)। বাংলা, দিল্লি ছাড়াও কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও উত্তরপ্রদেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম রয়েছে ইউজিসি-র ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায়।

Advertisement

Advertisement