মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট (Madhyamik Admit Card) নিয়ে মঙ্গলবার জরুরি ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)। নির্দেশিকায় তারা জানিয়ে দিয়েছে যে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে পর্ষদের ক্যাম্প অফিসগুলোতে অ্যাডমিট কার্ড পাঠানো হবে। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেখান থেকে স্কুলের প্রধান শিক্ষক বা তাঁর প্রতিনিধি অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন। ছাত্র ছাত্রীরা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে স্কুল থেকে অ্যাডমিট হাতে পাবে।
অ্যাডমিট কার্ডে ভুল থাকলে কী হবে?
এটা প্রতি বছরই হয় যে কোনও কোনও স্কুলের কয়েকজন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে ভুল থেকে যায়। কোথাও নামের ভুল, আবার কোথাও বয়সের ভুল ইত্যাদি। তাই পর্ষদের তরফে এই বিষয়টি নিয়েও খোলাসা করে দেওয়া হয়েছে। পর্ষদের তরফে দেওয়া নির্দেশিকায় জানানো হয়েছে অ্যাডমিট কার্ড নিয়ে কোনও অভিযোগ থাকলে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্য পর্ষদকে জানাতে হবে।
আরও পড়ুন: ইংরেজিতে দুর্বল পড়ুয়াদের জন্য এবার প্রেসিডেন্সিতেও 'রেমেডিয়াল' ক্লাস
অ্যাডমিট কার্ডে সংশোধনের জন্য ২০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করা যাবে। আঞ্চলিক অফিসগুলিতে গিয়ে লিখিত আবেদন করা যাবে। ২০ ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজনী সংশোধনীর (Correction) আবেদনপত্র জমা দিতে হবে। তারপর কোনও অভিযোগ নেওয়া হবে না।
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা। একনজরে দেখে নেওয়া যাক পরীক্ষার সূচি (Madhyamik Routine 2023)। ২৩ ফেব্রুয়ারি হবে মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা। দ্বিতীয় ভাষার পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি। ২৫ ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা হবে। ২৮ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান পরীক্ষা। ২ মার্চ অঙ্ক পরীক্ষা নেওয়া হবে। ৩ মার্চ হবে ভৌতবিজ্ঞান পরীক্ষা। ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে ৪ মার্চ।