WBCHSE Results: বুধবার ৮ মে প্রকাশিত হল এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। বুধবার দুপুর ১টায় প্রকাশ করা হল দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল (Class 12 Exam Results)। দুপুর ৩টে থেকে ওয়েবসাইটে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। মার্কশিট পাওয়া যাবে ১০ মে থেকে।
How To Check West Bengal Class 12 HS Results
অনলাইনে উচ্চমাধ্যমিকের ফল কীভাবে দেখবেন?
বুধবার দুপুর ৩টে থেকে বিভিন্ন ওয়েবসাইটে উচ্চমাধ্যমিক পরীক্ষার (Class 12 Results) ফল দেখতে পারবেন। কীভাবে দেখবেন ফল? জেনে নিন...
* bangla.aajtak.in-এ উচ্চমাধ্যমিকের ফল জানতে পারবেন। ক্লিক করুন এই লিঙ্কে
* www.wbchse.wb.gov.in এই ওয়েবসাইটে ফল জানা যাবে। এছাড়া www.wbresults.nic.in এবং www.results.shiksha সাইটেও উচ্চমাধ্যমিকের ফল জানা যাবে।
* রেজাল্টের পাশাপাশি এই ওয়েবসাইটগুলি থেকে মার্কশিটও ডাউনলোড করা যাবে।
কীভাবে উচ্চমাধ্যমিকের ফল দেখবেন?
* wbchse.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
* এবার West Bengal HS Result 2024, এই লিঙ্কে করুন।
* তারপরে রোল নম্বর এবং যাবতীয় তথ্য সাবমিট করতে হবে।
* তারপরে সাবমিট অপশনে ক্লিক করুন।
মার্কশিট ডাউনলোড করবেন কীভাবে?
* সরকারি ওয়েবসাইটের হোম পেজে গেলে দেখা যাবে West Bengal Higher Secondary Examination Results 2024 লেখা।
* এতে ক্লিক করলে খুলে যাবে একটি ফর্ম।
* তারপরে রোল নম্বর, জন্মতারিখ দিতে হবে।
*এবার সাবমিট অপশনে ক্লিক করলে মার্কশিট দেখাবে। তারপরে ডাউনলোড করুন।
২০২৫-এ উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে?
পরের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ। শেষ হবে ১৮ মার্চ। আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পদ্ধতিও বদলাচ্ছে। সেমেস্টার নিয়মে হবে পরীক্ষা। এতদিন একবারই অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হত। এবার থেকে থেকে পরীক্ষা দিতে যেতে হবে দু’বার। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নয়া পদ্ধতি চালু হচ্ছে। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, একাদশ ও দ্বাদশের পাঠ্যক্রমকে চারটি সেমেস্টারে ভাগ করা হয়েছে। এবার যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণিতে ভর্তি হবে, তারা এই পদ্ধতিতেই পড়াশোনা করবে। একাদশ ও দ্বাদশ মিলিয়ে চারটি সেমেস্টারে পরীক্ষা হবে।
এ বছর পরীক্ষা শুরু হয়েছিল ১৬ ফেব্রুয়ারি। শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি শেষ হয়েছিল পরীক্ষা। লোকসভা ভোটের মধ্যে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। এবার প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিকের ফল।