scorecardresearch
 

Bratya Basu On Civic Teachers: সিভিক-শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত 'আপাতত স্থগিত' বলেও নয়া ইঙ্গিত ব্রাত্যর

সিভিক ভলান্টিয়ার দিয়ে পড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত হলেও আগামী দিনে ভাবনাচিন্তা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী।

Advertisement
ব্রাত্য বসু। ব্রাত্য বসু।
হাইলাইটস
  • আপাতত স্কুলে স্কুলে ভলান্টিয়ার শিক্ষক নয়।
  • বৃহস্পতিবার জানালেন ব্রাত্য বসু।

শিশুদের পড়াবেন সিভিক ভলান্টিয়াররা! বাঁকুড়া পুলিশের এমন সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিতর্কের মুখে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, বাঁকুড়ার জেলাশাসক ও পুলিশ সুপার স্থানীয়স্তরে সিদ্ধান্ত নিয়েছিলেন। শিক্ষা দফতরের কোনও অনুমতি ছিল না। আপাতত ওই সিদ্ধান্ত স্থগিত করতে বলা হয়েছে। 

তবে সিভিক ভলান্টিয়ার দিয়ে পড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত হলেও আগামী দিনে ভাবনাচিন্তা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী। তাঁর কথায়,'বিভাগীয় সচিব  আমাদের কাছে অনুমতি চাওয়ার জন্য বলেছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে পাঠাবে ওরা। তারা অনুমোদন দিলে ভাবা যেতে পারে। আপাতত স্থগিত থাকবে। সিভিক ভলান্টিয়ার পড়াতে পারেন কী পারেন না, এটা বলতে পারব না। পর্ষদ সিদ্ধান্ত নেবে।' শিক্ষা দফতরকে অন্ধকারে রেখে কেন এই সিদ্ধান্ত নিলেন এসপি তা জানেন না বলে দাবি করেছেন ব্রাত্য। তাঁর কথায়,'ওঁদের আবেদন করতে বলেছেন বিভাগীয় সচিব।' 

বুধবার এক সাংবাদিক বৈঠকে বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন,'প্রতিদিন স্কুল শেষের পর নির্ধারিত স্কুলগুলিতে ক্লাস নেবেন সিভিক ভলান্টিয়াররা। জঙ্গলমহলের ৫টি থানা এলাকার ৫টি স্কুল ও অন্যান্য থানা এলাকায় ১২৪টি স্কুলকে চিহ্নিত করা হয়েছে। বাছা হয়েছে ৫০ জন সিভিক ভলান্টিয়ারকেও।' এই প্রকল্পের নাম অঙ্কুর। এই প্রকল্পের ব্যাপারে জেলাশাসককে চিঠি দিয়েছেন পুলিশ সুপার। সিভিক ভলান্টিয়ারদের শিক্ষক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। 

তৃণমূলকে নিশানা করে বিরোধীরা। বাঁকুড়ার সাংসদ তথা চিকিৎসক সুভাষ সরকার বলেন,'সিভিক ভলান্টিয়াররা শিশুদের ইংরাজি আর অংক শেখাবে, এটা একবিংশ শতকে পশ্চিমবাংলার লজ্জা। শিক্ষক নিয়োগে দুর্নীতি হচ্ছে। ঠিকমতো শিক্ষক নিয়োগ হচ্ছে না। সরকার শিক্ষাব্যবস্থা চালাতে না পারলে দায়িত্ব নিয়ে পদত্যাগ করুক।'

সিপিএম নেতা শমীক লাহিড়ির কথায়,,স্কুল শিক্ষকের চাকরি বিক্রি করেছে। অসংখ্য স্কুলে শিক্ষক নেই। বহু প্রাথমিক স্কুলে একজনই শিক্ষক  এখন সিভিক ভলান্টিয়ার দিয়ে লেখাপড়া? কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতি সরকারি শিক্ষাব্যবস্থাকে তুলে দেওয়ার উদ্দেশে তৈরি করা হয়েছে। সেই লক্ষ্যে শামিল তৃণমূলও।' 

Advertisement

আরও পড়ুন- আপাতত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা নয়, জানাল হাইকোর্ট

Advertisement