scorecardresearch
 

পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স, পরীক্ষা ১৭ জুলাই

পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। আগামী ১৭ জুলাই হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স। আগে ১১ জুলাই হওয়ার কথা ছিল পরীক্ষা। বুধবার সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়ে দেওয়া হয়। এবার মোট ২৭৪টি কেন্দ্রে হবে জয়েন্ট এন্ট্রান্স। পরীক্ষা দেবেন মোট ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী। ফলাফল প্রকাশিত হবে ১৪ অগাস্টের মধ্যে। এমনকী ১৫ সেপ্টম্বরের মধ্যে ৩ দফায় কাউন্সিলিং-ও শেষ হবে বলে জানান হয়। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • রাজ্য জয়েন্ট ১৭ জুলাই
  • ফলাফল প্রকাশ ১৪ অগাস্টের মধ্যে
  • ১৫ সেপ্টেম্বরের মধ্যে ৩ দফা কাউন্সিলিং

পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। আগামী ১৭ জুলাই হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স। আগে ১১ জুলাই হওয়ার কথা ছিল পরীক্ষা। বুধবার সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়ে দেওয়া হয় বোর্ডের তরফে। এবার মোট ২৭৪টি কেন্দ্রে হবে জয়েন্ট এন্ট্রান্স। পরীক্ষা দেবেন মোট ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী। ফলাফল প্রকাশিত হবে ১৪ অগাস্টের মধ্যে। এমনকী ১৫ সেপ্টম্বরের মধ্যে ৩ দফায় কাউন্সিলিং-ও শেষ হবে বলে জানান হয়। 

করোনা পরিস্থিতিতে গতবারের মতো এবারেও সমস্যার সম্মুখীন পরীক্ষা ব্যবস্থা। এই পরিস্থিতি ৬ দিন পিছিয়ে দেওয়া হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। এই প্রসঙ্গে বোর্ডের তরফে আশাপ্রকাশ করা হয়েছে যে ততদিনে হয়ত পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হতে পারে। প্রসঙ্গত দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলাতেও বিগত বেশকিছুদিন ধরে নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ। পরীক্ষার্থীদের নিজ নিজ এলাকায় সিট পড়ার বিষয়েও জোর দেওয়া হয়েছে বোর্ডের তরফে 

শুধু জয়েন্ট এন্ট্রান্সই নয়, এবছর আরও মোট ১১টি পরীক্ষা নেওয়া হবে বলেও জানান হয়েছে বোর্ডের তরফে। এক্ষেত্রে প্রেসিডেন্সির ইউজির পরীক্ষা ৭ এবং ৮ অগাস্ট ও পিজির পরীক্ষা ১৪ অগাস্ট নেওয়া হবে বলে জানায় বোর্ড। 

প্রসঙ্গত করোনা আবহে এই বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক হবে কি না তা নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছিল। সেই প্রেক্ষিতে জনমত নেয় সরকার। তারপর এই বছরের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিলের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে ছাত্রছাত্রীদের মূল্যায়ন কীভাবে হতে তাও নির্ধারিত করা হয়েছে। কিন্ত সেই আহবে জয়েন্ট এন্ট্রান্স কেন নেওয়া হচ্ছে প্রশ্ন করা হলে, বোর্ডের তরফে জানান হয়, পরীক্ষার্থীর সংখ্যা একটা বড় বিষয়। যেহেতু মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের চেয়ে এখানে পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম, তাই পরীক্ষা আয়োজনের চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে সমস্ত কোভিড বিধি মেনেই পরীক্ষা নেওয়া হবে বলেও জানায় বোর্ড। 

Advertisement

 

Advertisement