scorecardresearch
 

West Bengal Madhyamik Result 2023: মাধ্যমিকে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর, বাকি জেলাগুলির কী খবর?

প্রকাশিত হল  মাধ্যমিকের ফল (Madhyamik Result 2023) । পাসের হার ৮৬.১৫ শতাংশ। যার মধ্যে প্রথম বিভাগে পাস করেছে ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী। মাধ্যমিকের মেধা তালিকায় চমক দিয়েছে পূর্ব মেদনিপুর (Purba Mednipore)। প্রথম দশে জায়গা করে নিয়েছে ১৭ জন পরীক্ষার্থী। পূর্ব বর্ধমানের দেবদত্তা মাঝি (Debdautta Majhi) প্রথম হয়েছেন। দেখে নেওয়া যাক, কোন জেলায় কত শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে।

Advertisement
মাধ্যমিকের ফল প্রকাশিত মাধ্যমিকের ফল প্রকাশিত
হাইলাইটস
  • পাশের হারে শীর্ষে পূর্ব মেদনীপুর
  • কলকাতা কত নম্বরে?

প্রকাশিত হল  মাধ্যমিকের ফল (Madhyamik Result 2023) । পাসের হার ৮৬.১৫ শতাংশ। যার মধ্যে প্রথম বিভাগে পাস করেছে ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী। মাধ্যমিকের মেধা তালিকায় চমক দিয়েছে পূর্ব মেদনিপুর (Purba Mednipore)। প্রথম দশে জায়গা করে নিয়েছে ১৭ জন পরীক্ষার্থী। পূর্ব বর্ধমানের দেবদত্তা মাঝি (Debdautta Majhi) প্রথম হয়েছেন। দেখে নেওয়া যাক, কোন জেলায় কত শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে।


পাশের নিরিখে শীর্ষে পূর্ব মেদনীপুর 
এবারও জেলাভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষস্থানে পূর্ব মেদিনীপুর। এরপর তালিকায় আছে কালিম্পং। তৃতীয় স্থানে কলকাতা। পশ্চিম মেদিনীপুর চতুর্থ স্থানে। পূর্ব মেদিনীপুর জেলার ৯৬.৮১ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। কালিম্পং জেলায় ৯৪.১৩ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। কলকাতায় পাশের হার ৯৩.৭৫ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে পাশ করেছে ৯২.১৩ শতাংশ পরীক্ষার্থী। যদিও প্রথম দশে নেই কলকাতা জেলার কোনও পরীক্ষার্থী। ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ করছে পর্ষদ। ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন পরীক্ষার্থী। ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ পাশ করেছে।  প্রথম বিভাগে পাস করেছে ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী। যদিও পাশের হার এবার ০.৪৫ শতাংশ কমেছে। যা চিন্তায় রাখছে মধ্যশিক্ষা পর্ষদ। এ নিয়ে পর্ষদ পর্যালোচনা করবে বলেও জানিয়েছে। 

আরও পড়ুন: প্রথম দশে নেই কলকাতা, মাধ্যমিকে কোন জেলাগুলির জয়জয়কার?
 

দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম ও নদিয়া থেকে ১ জন করে পরীক্ষার্থী মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। মাধ্যমিকে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইটারে মমতা লেখেন, ‘মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাফল্যের সঙ্গে পূর্ণ হোক তোমাদের আগামীর প্রত্যেকটি দিন।’

আরও পড়ুন: 'আজতক বাংলা'য় দেখুন মাধ্যমিকের রেজাল্ট, এই লিঙ্কে দেখতে পারবেন নিজের নম্বর
 

Advertisement

আগামী বছর কবে থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা?
প্রতিবছরের মতো এই বছরেও ফল প্রকাশের দিনেই ঘোষণা করা হল, পরের বছরের মাধ্যমিকের দিনক্ষণ। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে আগামী বছর ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা।  
 

Advertisement