scorecardresearch
 
Advertisement

Railways Explains Significance Of 'X' Symbol: ট্রেনের শেষ বগিতে কেন আঁকা থাকে X চিহ্ন? কী রহস্য লুকিয়ে এর পিছনে?

Railways Explains Significance Of 'X' Symbol: ট্রেনের শেষ বগিতে কেন আঁকা থাকে X চিহ্ন? কী রহস্য লুকিয়ে এর পিছনে?

আমরা যারা ট্রেনে চেপে দূরে ঘুরতে যাই, আমরা সকলেই ট্রেনে ওঠে চলে যাই কিন্তু কেউ কি খেয়াল করেছেন যে দূপাল্লার ট্রেনের একেবারে শেষ বগির পিছনে ইংরেজি হরফের ‘এক্স’ অক্ষরটি লেখা থাকে। এই চিহ্নের ক্ষেত্রে বিভিন্ন মানুষের বিভিন্ন যুক্তি রয়েছে। অনেকেই আমরা এই সম্পর্কে কিছু না কিছু জানি। তবে এবার মানুষের বিভ্রান্তি দূর করতে এ বার ভারতীয় রেল নিজেই এই চিহ্নের ব্যাখ্যা দিয়েছে। কেন রাখা হয় ওই ‘এক্স’ চিহ্নটি? এ প্রসঙ্গে রেলমন্ত্রক একটি টুইট করে বলেছে। হলুদ রং দিয়ে আঁকা ওই ‘এক্স’ চিহ্নটি আসলে এটাই বোঝায় যে, কোনও বগিকে পিছনে ছেড়ে চলে যায়নি ট্রেনটি। অর্থাৎ ট্রেনের সব কটি কামরাই সঠিক ভাবে ট্রেনের সঙ্গে আছে। আর ওই চিহ্নের জন্যই আধিকারিকরা নিশ্চিত হন যে, সব ক’টি বগিকে নিয়েই ট্রেনটি স্টেশন ছেড়েছে। অনেক সময় ট্রেনের শেষ বগির পিছনে ইংরেজি হরফে ‘এলভি’ লেখা থাকে। যার পুরো অর্থ হল ‘লাস্ট ভেহিকল’। রেল মন্ত্রকের তরফে এই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এই পোস্ট।

Railways Explains Significance Of 'X' Symbol Behind Last Train Coach

TAGS:
Advertisement