দিনদুয়েক আগেই ইটালি সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর দেশে ফিরে আসার পরই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হল দুটি ছবি। যেই ছবি দুটি শেয়ার করে নেটিজেনদের একাংশ দাবি করছেন, ইটালির রাজধানী শহর রোমে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে ট্যাক্সিতে চাপতে হয়েছে। যা বস্তুত অবমাননাকর বলে ব্যাখ্যা ফেসবুক ব্যবহারকারীদের একাংশের।
সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গাড়ি থেকে নামার একটি ছবি শেয়ার করে জনৈক নেটাগরিক লিখেছেন, "আচ্ছা দেশের প্রধানমন্ত্রীর জন্য রোমে আমাদের দূতাবাসের নিজস্ব কোনও গাড়ি নেই কেন? দেশের প্রধানমন্ত্রীকে বিদেশের মাটিতে ট্যাক্সি করে ঘুরতে হচ্ছে, সেটা কি ভালো দেখায়?" ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে, গাড়ির নম্বর প্লেটের নীচে আরেকটি নীল রঙের প্লেট রয়েছে যেখানে ইংরাজি হরফে ল্যাতিন ভাষায় কিছু কথা লেখা। তবে শেষ শব্দটি যে 'ট্যাক্সি', তা দিব্বি পড়া যাচ্ছে।
ভাইরাল এই পোস্টের আর্কাইভ এখানে এখানে ও এখানে দেখতে পাবেন।
ইন্ডিয়া-টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম অনুসন্ধান করে দেখেছে, নেটিজেনদের একটা বড় অংশ যে দাবি করছেন তা সত্য নয়। যে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে কারসাজি করা হয়েছে।
অনুসন্ধানে নেমে আমরা সবার প্রথম ওই ভাইরাল ছবিটি রিভার্স সার্চ করি। কিন্তু রিভার্স সার্চে সন্তোষজনক ফলাফল না মেলায় প্রধানমন্ত্রীর রোম সফরের কি-ওয়ার্ডের দিয়ে সার্চ করে দেখি। তখন আমাদের সামনে বেশ কয়েকটি ছবি উঠে আসে। তার মধ্যে একটি ছবি ছিল মোদীর ভ্যাটিক্যান সিটিতে যাওয়ার।
সংবাদ সংস্থা এএনআই-এর পক্ষ থেকে একটি টুইট করে গতকাল এই ছবি পোস্ট করা হয়েছিল। শনিবার দুপুর ১২ টায় এই ছবিটি পোস্ট করা হয়েছিল এএনআই-এর অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে। সঙ্গে লেখা ছিল, পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে ভ্যাটিক্যান সিটিতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Prime Minister Narendra Modi arrives at the Vatican City to meet Pope Francis pic.twitter.com/rWCNxl7mVI
— ANI (@ANI) October 30, 2021
ভাইরাল ছবিতে প্রধানমন্ত্রীর গাড়ির নম্বর প্লেটের নীচে যে নীল রঙের প্লেট দেখা গিয়েছে, তা আসল ছবিতে দেখতে পাওয়া যায়নি। এ বাদে দুটি ছবির অন্যান্য বিবরণ হুবহু মিলে গিয়েছে। ফলে এই ছবি যে আদতে সম্পাদিত, সেই সন্দেহ আমাদের গভীর হয়।
পুরোপুরি নিশ্চিত হতে প্রধানমন্ত্রী যেই মুহূর্তে ভ্যাকটিন সিটিতে পৌঁছন, সেই মুহূর্তের ভিডিও আমরা খুঁজে দেখি। তখন এএনআই-এর একটি ভিডিও আমরা দেখতে পাই। ওই ভিডিওর ৩৬ সেকেন্ড থেকে এই ক্লিপটি দেখা যায় যখন প্রধানমন্ত্রী গাড়ি থেকে বেরিয়ে পোপের সঙ্গে দেখা করতে ঢুকছেন। সেখানেও গাড়ির নম্বর প্লেটের নীচে এমন কোনও 'ট্যাক্সি' লেখা নীল প্লেট দেখা যায়নি।
সুতরাং এ কথা নিশ্চিতভাবে বলা যায়, সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ভাইরাল হয়েছে তা সম্পাদিত, এবং যে ধরনের দাবি করা হচ্ছে তাও সত্য নয়।
ইটালি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাকি ঘুরতে হচ্ছে ট্যাক্সিতে চেপে।
ছবিটিতে কারসাজি করা হয়েছে। শনিবার সংবাদ সংস্থা এএইআই প্রধানমন্ত্রীর ভ্যাটিক্যান সিটিতে পৌঁছনর সেই ছবি টুইটারে প্রকাশ করেছিল। কিন্তু ভাইরাল দাবি অনুযায়ী আসল ছবিতে নম্বর প্লেটের নীচে নীল রঙের কোনও প্লেট ছিল না যেখানে নাকি 'ট্যাক্সি' কথাটা লেখা রয়েছে।