scorecardresearch
 

না ভিডিওটির সঙ্গে আফগানিস্তানের কোনও সম্পর্ক নেই

তালিবান সংক্রান্ত বিভ্রান্তিমূলক দাবি সহ পাকিস্তানের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

Advertisement
ভিডিওটি কোথাকার? ভিডিওটি কোথাকার?

আফগানিস্তান নিয়ে এবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল।  নামের এক ফেসবুক ব্যবহারকারী একটি ভিডিও পোস্ট  করে দাবি করেছে , "তালিবানদের উদ্দাম নৃত্য বলিউডি সিনেমার গানের তালে তালে।"

 

এই পোস্টটির আর্কাইভ আপনারা এখানে দেখতে পাবেন।

 ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়াঅনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।

তদন্তে নেমে আমরা ভিডিওটিকে ইনভিড টুলের সাহায্যে কিফ্রেমে ভেঙে নিয়ে রিভার্স সার্চ করে মূল ভিডিওটি খুঁজে পাই।

ইউটিউবে সেই ভিডিওটি ২০২১ সালে এপ্রিল মাসে আপলোড করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে যে ভিডিওটি পাকিস্তানের দক্ষিণ খাইবার পাখতুন প্রদেশে অবস্থিত একটি ছোট্ট শহর বান্নুতে তোলা হয়েছিল।

ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা গান শোনা যাচ্ছেতার সঙ্গে ফেসবুক পোস্টে ব্যবহৃত ভিডিওটির ব্যাকগ্রাউন্ড গানের কোনও সম্পর্ক নেই। ফেসবুক পোস্টের ভিডিওটি এডিট করা হয়েছে।

সুতরাংএই পোস্টের দাবি যে বিভ্রান্তিকর তা বলাইবাহুল্য।

ফ্যাক্ট চেক

Facebook User

দাবি

একটি ভিডিও পোস্ট করে দাবি, "তালিবানদের উদ্দাম নৃত্য বলিউডি সিনেমার গানের তালে তালে।"

ফলাফল

ভিডিওটির সঙ্গে আফগানিস্তান বা তালিবানদের কোনও সম্পর্ক নেই। ভিডিওটি পাকিস্তানের দক্ষিণ খাইবার পাখতুন প্রদেশে অবস্থিত একটি ছোট্ট শহর বান্নুতে তোলা হয়েছিল।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook User
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement