scorecardresearch
 

ফ্যাক্ট চেক: বাংলাদেশের রাস্তায় শিল্পের কারুকার্যের এই ছবিগুলি আসল নয়, AI দ্বারা তৈরি 

কেউ আবার একই ছবি পোস্ট করে লিখেছেন, "আমার দেশের মানুষ এত্ত ট্যালেন্টেড!" ছবিগুলির নিচে অনেকেই কমেন্টে লিখেছেন যে সত্যিই অসাধারণ। 

Advertisement

শেখ হাসিনার সরকারের পতনের পর নতুনভাবে পথ চলা শুরু করেছে বাংলাদেশ। এই স্পর্শকাতর সময়ে ছাত্রসমাজকেই পথে নেমে ট্রাফিক সামলাতে দেখা যাচ্ছে। এই আবহে সোশ্য়াল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে বাংলাদেশের কোনও ফ্লাইওভারের পিলারগুলিতে ছাত্র-যুবদের নানা ছবি আঁকা হয়েছে। 

ছবিটি পোস্ট করে দাবি করা হচ্ছে যে নতুন বাংলাদেশকে নাকি এভাবেই শিল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ভূমিকা ফুটিয়ে তোলা হচ্ছে। ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে, "নতুন দেশের নতুন সড়কে নতুন নায়কেরা।" 

কেউ আবার একই ছবি পোস্ট করে লিখেছেন, "আমার দেশের মানুষ এত্ত ট্যালেন্টেড!" ছবিগুলির নিচে অনেকেই কমেন্টে লিখেছেন যে "সত্যিই অসাধারণ।" 

ইন্ডিয়া টুডে ফ্য়াক্ট চেক করে দেখেছে যে, এই ছবিগুলি এআই দ্বারা নির্মিত। এমন কোনও শিল্প আসলে তৈরি হয়নি। 

কীভাবে জানা গেল সত্যি

এই ছবিগুলির বিষয়ে কিওয়ার্ড সার্চ করে আমরা দেখতে পাই, ওই একই ছবি শেয়ার করে একাধিক ফেসবুক পেজ থেকে লেখা হয়েছে যে এই ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি। 

তখন ওই ছবিটি আমরা এআই ডিটেক্টরের মাধ্যমে খোঁজার চেষ্টা করি। তখন দেখা যায়, হাইভ মডারেশন এবং অন্যান্য এইআই ডিটেকটর ওয়েবসাইটের মাধ্যমে জানানো হচ্ছে যে এই ছবিটি এআই দ্বারা তৈরি। 

অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, আলোচিত ছবিটি এইআই দ্বারা তৈরি এবং একে আসল দৃশ্য ভেবে শেয়ার করছেন অনেকেই। 

 

Advertisement

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

ছবিতে দেখা যাচ্ছে কীভাবে ছাত্র-যুবরা নতুন বাংলাদেশ গড়ে তুলছে। 

ফলাফল

এই ছবিটি এআই দ্বারা তৈরি। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement