রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বাংলাদেশে গ্রেফতার হওয়া ইসকন থেকে বহিষ্কৃত হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস বর্তমানে জেলবন্দি। আগামী ২ জানুয়ারি ফের মামলাটির শুনানির দিন ধার্য করা হয়েছে। এই পরিস্থিতিতে ফেসবুকে চিন্ময় কৃষ্ণ দাসের একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে যে তিনি নাকি জেলে বসেই পুজো করছেন।
ভাইরাল পোস্টে চিন্ময় দাসের একটি ছবি রয়েছে যেখানে তাঁকে বসে পুুজো করতে দেখা যাচ্ছে। ছবিতে কারাগারে থাকা লোহার রডের মতো দাগও দেখা যাচ্ছে। ছবিটি পোস্ট করে কেউ কেউ লিখেছেন, "চিন্ময় কৃষ্ণদাস প্রভকে নিয়ে সনাতনীদের গর্ব ! উনি জেলখানাকেও মন্দির বানিয়েছেন। জয় শ্রী রাম।"
কেউ কেউ আবার একই ছবি পোস্ট করে লিখেছেন, "চিন্ময়কৃষ্ণ প্রভুর দৈনিক লক্ষবার মালা জপের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে হরিনামের বাতাস বইছে। প্রভু মন্দির বানিয়েছেন কারাগারকে।।। জয় শ্রী কৃষ্ণ"
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ছবিটি সম্পাদিত। তিনি জেলে বসে পুজো করছেন এমন কোনও তথ্য নেই।
কীভাবে জানা গেল সত্যি
কিওয়ার্ড সার্চ করে এমন কোনও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের তথ্য আমরা পাইনি যেখানে উল্লেখ করা হয় যে জেলে বসেই চিন্ময় কৃষ্ণ দাস পুজো-আর্চা করছেন।
এরপর আমরা রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আসল ছবিটি খোঁজার চেষ্টা করি। তখন ওই একই ছবি আমরা দেখতে পাই খোদ চিন্ময় কৃষ্ণ দাসের ফেসবুক পেজের একটি পোস্টে। গত ১৯ নভেম্বর, অর্থাৎ গ্রেফতার হওয়ার প্রায় সপ্তাহখানেক আগে। কিন্তু এই ছবিতে কোনও কারাগার দেখা যায়নি। এই ছবি দেখলেই পরিষ্কার বোঝা যায় যে এর উপর ডিজিটালি কারাগার যুক্ত করে ছড়ানো হয়েছে।
এই ছবির সঙ্গে আরও অনেকগুলি ছবি পোস্ট করে চিন্ময় কৃষ্ণ দাসের পেজ থেকে লেখা হয়েছিল, "মায়ের ৫১ পীটের অন্যতম সীতাকুণ্ডস্থ ভবানী মায়ের মন্দির এবং ভৈরব মন্দির ও বিশ্বনাথ মন্দিরে জগতের সকল শুভ শক্তির মঙ্গল কামনায় পূজা প্রদান ও প্রার্থনা নিবেদন।"
প্রসঙ্গত, সীতাকুণ্ড জায়গাটি চট্টগ্রাম শহর থেকে কিছুটা দূরেই অবস্থিত। তিনি সেই উল্লেখিত মন্দিরে পুজো করার সময় এই ছবিগুলি তুলেছিলেন যা তাঁর পেজ থেকে পোস্ট করা হয়।
অর্থাৎ বোঝাই যাচ্ছে যে জেলে বসে চিন্ময় দাসের পুজো করার দাবিতে যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তা ভুয়ো এবং ভিত্তিহীন।
ছবিতে দেখা যাচ্ছে গ্রেফতার হওয়ার পর চিন্ময় দাস জেলের ভেতরেই পুজো করছেন।
ভাইরাল ছবিটি সম্পাদিত। আসল ছবিতে কারাগার দেখা যায়নি। গত ১৯ নভেম্বর চিন্ময় দাসের পেজ থেকে ছবি পোস্ট করা হয়েছিল।