নদী বা সমুদ্রে চলাচল করার সময় অনেক ক্ষেত্রে দুর্ঘটনার জেরে ডুবে যায় বহু জাহাজ বা নৌকা। আর এর জেরে অনেকের প্রাণও হারাতে হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তেমনই একটি নৌকা ডোবার ভিডিও।
যেখানে দেখা যাচ্ছে, নীল-সাদা রঙের যাত্রী বোঝাই একটি নৌকা কোনও একটি নদী বা সমুদ্র বা জলাশয় দিয়ে চলার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে জলের মধ্যে ঢুবে যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এই নৌকা ডোবার ঘটনাটি গোয়ায় ঘটেছে। আর এর জেরে মৃত্যু হয়েছে ২৩ জনের, এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে ৪০ জনকে এবং নিখোঁজ আছেন মোট ৬৪ জন।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “গোয়া বোট এক্সিডেন্টে মৃত-২৩, উদ্ধার-৪০, নিখোঁজ-৬৪।” অপর এক ফেসবুক ব্যবহারকারী এই একই ভিডিও শেয়ার করে লিখেছেন, “গোয়া দুর্ঘটনায় আজ ২৩ জনের মৃতদেহ উদ্ধার ৪০ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৬৪ জন নিখোঁজ রয়েছে। ওভারলোডিংয়ে নৌকার মালিকের লোভ, যাত্রীদেরও অতিরিক্ত আস্থা। খুবই দুঃখজনক, দুঃখজনক।” (সব বানান অপরিবর্তিত।)
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, নৌকা ডোবার ভাইরাল ভিডিওটি গোয়ার নয়। বরং সেটি গত বৃহস্পতিবার আফ্রিকান দেশ কঙ্গোর কিভু হ্রদে একটি যাত্রীবাহী নৌকা ডোবার দৃশ্য।
কীভাবে জানা গেল সত্য?
প্রথমত, সম্প্রতি গোয়ায় কোনও নৌকা বা জাহাজ ডোবার জেরে ২৩ জন প্রাণ হারালে এবং ৬৪ জন নিখোঁজ থাকলে সেই খবর অবশ্যই সংবাদমাধ্যমে প্রকাশিত হত। তাই ভাইরাল দাবির সত্যতা জানতে আমরা এই সংক্রান্ত একাধিক কিওয়ার্ড সার্চ করি। কিন্তু সেই সার্চে এমন কোনও নির্ভরযোগ্য তথ্য বা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি যা থেকে এই দাবির সত্যতা প্রমাণ হয়।
তাই এরপর ভাইরাল ভিডিওর আসল উৎস খুঁজে পেতে আমরা সেটির একাধিক কি-ফ্রেম নিয়ে সেগুলির রিভার্স ইমেজ সার্চ করি। তখন আমরা গত ৪ অক্টোবর সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা AP-র অফিশিয়াল ইউটিউব চ্যানালে ভাইারল ভিডিওর ফ্রেমের সঙ্গে হুবহু মিল-সহ এই একই ঘটনার অন্য একটি ভিডিও দেখতে পাই। ভিডিওটি শেয়ার করে সেখানে লেখা হয়েছে, “গণপ্রজাতন্ত্রী কঙ্গোর কিভু হ্রদে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭৮ জন।”
এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে এই সংক্রান্ত পরবর্তী সার্চ করলে আমরা গত ৪ অক্টোবর সংবাদসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন খুঁজে পাই। সেখানে উল্লেখ করা হয়েছে, “বৃহস্পতিবার আফ্রিকান দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোর কিভু হ্রদে ভয়াবহ নৌকাডুবির জেরে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৮ জন। দুর্ঘটনার সময় নৌকাটিতে ২৭৮ জন আরোহী ছিলেন। দক্ষিণ কিভু প্রদেশের গভর্নর জিন জ্যাক পুরিসি রয়টার্স জানিয়েছেন, মৃত্যুর সঠিক সংখ্যা পেতে কমপক্ষে তিন দিন সময় লাগবে। কারণ এখনও সব দেহ পাওয়া যায়নি।
এরপর আমরা আমাদের পরবর্তী সার্চে ভাইরাল ভিডিওটি নিয়ে গোয়া পুলিশের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে গত ৫ অক্টোবর একটি পোস্ট খুঁজে পাই। যেখানে ভাইরাল ভিডিওটি নিয়ে করা একটি টুইটের স্ক্রিনশট শেয়ার করে লেখা হয়েছে, “সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, গোয়ার সমুদ্র তীরে একটি নৌকা ডুবে গেছে। আসলে দাবিটি মিথ্যা। এই ঘটনাটি ঘটেছে আফ্রিকার কঙ্গোর গোমায়। অনুগ্রহ করে যাচাই না করে কোনও খবর শেয়ার করবেন না।”
Official Clarification:
— Goa Police (@Goa_Police) October 5, 2024
A video circulating on social media claims a boat capsized near Goa’s shores. This is false. The incident occurred in Goma, Congo, Africa. Please refrain from sharing unverified news.
— Goa Police pic.twitter.com/tldVrc3bUm
এর থেকে প্রমাণ হয় যে, গোয়ায় নৌকা ডুবে ২৩ জনের প্রাণ হারিয়েছে দাবি করে আফ্রিকান দেশ কঙ্গোর ভিডিও শেয়ার করা হয়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে গোয়ায় নৌকাডুবির কারণে মৃত ২৩ জন এবং নিখোঁজ ৬৪ জন।
ভাইরাল ভিডিওটি গোয়ার নয়। বরং সেটি গত বৃহস্পতিবার আফ্রিকান দেশ কঙ্গোর কিভু হ্রদে একটি যাত্রীবাহী নৌকা ডোবার দৃশ্য।