দ্বিতীয়বার আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্প ক্ষমতায় ফেরার পরেই গত ১০ নভেম্বর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে দেখা গেছে কিছু মানুষকে। তবে তাদের মধ্যে অনেকেই অবৈধভাবে মিছিল করার অভিযোগে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ। আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বাংলাদেশে ট্রাম্প সমর্থকদের গ্রেফতার সংক্রান্ত একটি পোস্ট।
যেখানে ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত এক্স হ্যান্ডেলের একটি স্ক্রিনশট-সহ শেয়ার করা হয়েছে। ট্রাম্প ও মুজিবর রহমানের প্ল্যাকার্ড-সহ বাংলাদেশ পুলিশের হাতে গ্রেপ্তার দুই ব্যাক্তির ছবি-সহ সেই পোস্টে লেখা হয়েছে, “বাংলাদেশে ট্রাম্পকে সমর্থন করার জন্য গ্রেফতার করা হচ্ছে। শেখ হাসিনার অনুপস্থিতিতে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ?” স্ক্রিনশটটি শেয়ার করে দাবি করা হচ্ছে, নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশে আওয়ামী লীগ ও তাঁর সমর্থকদের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল স্ক্রিনশটটি পোস্ট করে লিখেছেন, “আলহামদুলিল্লাহ ,ব্রেকিং নিউজ, 🎯 খেলা জমে গেছে। বাংলাদেশ আওয়ামীলীগের কর্মসূচিতে গ্রেফতার ও নির্যাতনের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে টুইট বার্তা দিলেন মার্কিন President Donald J. Trump”
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে আওয়ামী লীগ অথবা তাঁর সমর্থকদের গ্রেফতার সংক্রান্ত বিষয় নিয়ে কোনও টুইট করেননি। বরং তাঁর নাম ব্যবহার করে তৈরি অন্য একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে টুইটটি করা হয়েছিল।
কীভাবে জানা গেল সত্য?
প্রথমত, সম্প্রতি বাংলাদেশে আওয়ামী লীগ অথবা তাঁর সমর্থকদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে ডোনাল্ড ট্রাম্প কোনও টুইট করে থাকলে সেই সংক্রান্ত খবর অবশ্যই প্রথম শ্রেণির আন্তর্জাতিক তথা বাংলা সংবাদমাধ্যমে প্রকাশিত হত। তাই ভাইরাল দাবির সত্যতা জানতে আমরা এই সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করি। কিন্তু সেই সার্চে এমন কোনও নির্ভরযোগ্য প্রতিবেদন বা তথ্য পাওয়া যায়নি যা থেকে এই দাবির সত্যতা প্রমাণ হয়।
এরপর পর আমরা আমাদের পরবর্তী সার্চে ডোনাল্ড ট্রাম্পের অফিশিয়াল এক্স হ্যান্ডেলটি ভালো করে পর্যবেক্ষণ করি। কিন্তু সেখানেও আমরা এমনও কোনও পোস্ট দেখতে পাইনি যেখানে তিনি বাংলাদেশে আওয়ামী লীগ অথবা তাঁর সমর্থকদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে কোনও মন্তব্য করেছেন। তবে কিওয়ার্ড সার্চ করার সময় আমরা গত ১০ নভেম্বর ‘Donald J. Trump Update’ নামক একটি এক্স হ্যান্ডেলে ভাইরাল পোস্টটি খুঁজে পাই।
In Bangladesh, People are being arrested just because they supported Trump.
— Donald J. Trump 🇺🇸 Update (@TrumpUpdateHQ) November 10, 2024
Where is Bangladesh heading in the absence of Sheikh Hasina? pic.twitter.com/N4SH6jhtXa
এরপর ‘Donald J. Trump Update’ নামক ওই এক্স হ্যান্ডেলটি ভালো করে পর্যবেক্ষণ করলে আমরা নিশ্চিত হই যে সেটি আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতির নাম ব্যবহার করে কেউ প্রোফাইলটি তৈরি করেছে। করাণ প্রোফাইলটিতে ডোনাল্ড জুনিয়র ট্রাম্প নামের পাশে ‘Update’ শব্দ লেখা হয়েছে। যা থেকে এটা বোঝানো হয়েছে অ্যাকাউন্টটি থেকে ট্রাম্প বা তাঁর বিষয়ে নিয়মিত আপডেট দেওয়া হয়। নিচে ডোনাল্ড ট্রাম্পের আসল এবং তাঁর নাম ব্যবহার করে তৈরি এক্স হ্যান্ডেলের তুলনা দেখা যাবে। এখানে লক্ষণীয় বিষয় হল ট্রাম্পের আসল এক্স হ্যান্ডেলের ফ্লোয়ার সংখ্যা যেখানে ৯৪.৫ মিলিয়ন। সেখানে তাঁর নাম ব্যবহার করে তৈরি এক্স হ্যান্ডেলটির মোট ফ্লোয়ার সংখ্যা মাত্র ৩০.৯ হাজার।
এখানে একটি বিষয় উল্লেখ্য যে, আমরা আমাদের সার্চে সম্প্রতি বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে গত ৩১ অক্টোবরই একটি শেষ পোস্ট দেখতে পাই। সেই পোস্টে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হওয়া অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি লেখেন ‘‘অশান্ত বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘু, যারা দুষ্কৃতীদের হাতে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন। লুঠপাট চলছে। এর তীব্র নিন্দা করছি। কিন্তু বাইডেন ও কমলা আমেরিকা তথা গোটা বিশ্বে হিন্দুদের উপেক্ষা করেছেন।” ৩১ অক্টোবরের পরে ট্রাম্পের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে বাংলাদেশ সম্পর্কে কোনও পোস্ট করা হয়নি।
I strongly condemn the barbaric violence against Hindus, Christians, and other minorities who are getting attacked and looted by mobs in Bangladesh, which remains in a total state of chaos.
— Donald J. Trump (@realDonaldTrump) October 31, 2024
It would have never happened on my watch. Kamala and Joe have ignored Hindus across the…
এর থেকে প্রমাণ হয় যে, বাংলাদেশে আওয়ামী লীগ অথবা তাঁর সমর্থকদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের টুইট দাবিতে ভাইরাল ভুয়ো অ্যাকাউন্টের পোস্ট।
বাংলাদেশে আওয়ামী লীগ ও তাঁর সমর্থকদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প।
বাংলাদেশে আওয়ামী লীগ অথবা তাঁর সমর্থকদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে কোনও টুইট করেননি ডোনাল্ড ট্রাম্প। বরং তাঁর নাম ব্যবহার করে তৈরি অন্য একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে টুইটটি করা হয়েছিল।