scorecardresearch
 

ফ্যাক্ট চেক: ইকনমিক্সের ‘ই' এবং ফিনান্সের ‘এফ’ বোঝেন না সীতারমণ! রঘুরাম রাজন এমন কোনও মন্তব্য করেননি 

একটি পোস্টকার্ডের মাধ্যমে দাবি করা হচ্ছে যে, রিভার্জ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন নাকি সীতারমণকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। 

Advertisement
ইকনমিক্সের ‘ই' এবং ফিনান্সের ‘এফ’ বোঝেন না সীতারমণ! রঘুরাম রাজন সত্যিই এমন বলেছেন? ইকনমিক্সের ‘ই' এবং ফিনান্সের ‘এফ’ বোঝেন না সীতারমণ! রঘুরাম রাজন সত্যিই এমন বলেছেন?

সম্প্রতি ডলারের তুলনায় টাকার দামে পতন নিয়ে ব্য়াখ্যা দিতে গিয়ে নেটিজেনদের একাংশের কটুক্তির শিকার হয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর তারপর থেকে বেশ কিছু ফেসবুক ব্যবহারকারী একটি পোস্টকার্ড শেয়ার করছেন। সেই পোস্টকার্ডে দাবি করা হচ্ছে যে রিভার্জ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন নাকি সীতারমণকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। 

পোস্টকার্ডে রঘুরাম রাজনকে উদ্ধৃত করে লেখা হয়েছে, “অর্থমন্ত্রী পরিস্থিতি নিয়ে দিশাহীন। তিনি ইকনমিক্সের ‘ই' এবং ফিনান্সের ‘এফ’-ও বোঝেন না। এই অন্ধকারাচ্ছন্ন অবস্থার মোকাবিলার বদলে ধনীদের কর ছাড় দিচ্ছেন। শিল্পপতিদের সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। গরিবদের কোনও সুরাহা হচ্ছে না।” 

ফেসবুক ব্যবহারকারীদের একাংশের দাবি, রাজন নাকি সম্প্রতি সীতারমণকে এমন ভাষায় কটাক্ষ করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, "এটা আমার আপনার কথা নয়, স্বয়ং আমাদের দেশের রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের কথা!!!"

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি বিভ্রান্তিকর। রঘুরাম রাজন নানাবিধ বিষয় নিয়ে একাধিকবার কেন্দ্রীয় সরকার তথা অর্থমন্ত্রকের সমালোচনা করেছেন। কিন্তু এমন কোনও ভাষা ব্যবহার করেননি। 

আফয়া অনুসন্ধান

সবার প্রথম অ্যাডভান্স কিওয়ার্ড সার্চের সাহায্যে আমরা খোঁজার চেষ্টা করি যে রঘুরাম রাজন সাম্প্রতিক সময় নির্মলা সীতারমণে নিয়ে কোনও মন্তব্য করেছেন কিনা। যদি এমন বিস্ফোরক মন্তব্য তিনি করে থাকতেন, তবে অবশ্যই কোনও না কোনও সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশ পেত। কিন্তু এমন কোনও খবর আমরা পাইনি যেখানে রাজন সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এমন ভাষায় আক্রমণ করছেন। 

তবে ২০১৯ সালের অক্টোবর মাসে প্রকাশিত একটি প্রতিবেদনে আমরা দেখতে পাই, নির্মলা সীতারমণ একটি কথাপ্রসঙ্গে বলেছিলেন যে, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও তৎকালীন রিভার্জ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজনের আমলে ব্যাঙ্কগুলির অবস্থা সবথেকে খারাপ ছিল। নির্মলার জানান, ২০১৪ সালের আগের সময়ই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলি সবচেয়ে শোচনীয় অবস্থার মধ্যে দিয়ে গেছে। 

Advertisement

এর কিছুদিনের মধ্যেই জবাব দেন রঘুরাম রাজনও। ২০১৯ সালে অক্টোবর মাসেই আরেকটি প্রতিবেদনে প্রকাশ পায়, যেখানে রঘুরাম রাজন নির্মলাকে মনে করিয়ে দেন যে নরেন্দ্র মোদীর জমানাতেও আড়াই বছর তিনি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ছিলেন। প্রসঙ্গত, ২০১৩ সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ছিলেন রাজন। ২০১৬ সালে নোটবন্দির কয়েকমাস আগেই তাঁকে সরানো হয়।

২০১৯ সালে দু'জনের মধ্যে হওয়া এই পরস্পর বিরোধী বয়ান ব্যতীত আর কোনও আক্রমণ-প্রতি আক্রমণের খবর আমরা পাইনি। 

যদিও এ কথা সত্যি যে নানা সময়ে একাধিকবার কেন্দ্রের আর্থিক নীতি, প্রকল্প ও বিভিন্ন পরিকল্পনার প্রকাশ্য়ে সমালোচনা রঘুরাম রাজন করেছেন। সেই সংক্রান্ত খবর এখানেএখানে পড়তে পারবেন। 

তবে নির্মলা সীতারমণকে উদ্দেশ্য করে তিনি যে এই ধরনের কোনও উক্তি করেননি, তা নিশ্চিতভাবেই বলা যায়। 

 

ফ্যাক্ট চেক

facebook users

দাবি

রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন বলেছেন যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ইকনমিক্সের ‘ই' এবং ফিনান্সের ‘এফ’ বোঝেন না।

ফলাফল

রাজন একাধিক সময়ে বর্তমান কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে থাকলেও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এমন কোনও ব্যক্তিগত আক্রমণ তিনি করেননি।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement