হরিয়ানায় চলছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। ৯০টি আসনে ভাগ্য পরীক্ষায় দ্বিমুখী লড়াইয়ে নেমেছে বিজেপি ও কংগ্রেস। এই আবহে হরিয়ানার ঘটনা দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। ভিডিওটির মাধ্যমে দাবি করা হচ্ছে যে, হরিয়ানায় মসজিদ ভাঙার দাবিতে বের করা এক হিন্দুত্ববাদী মিছিলে হার্ট অ্যাটাক হয়েছে এক ব্যক্তির।
২৬ সেকেন্ডের এই ভিডিওতে পুলিশি নিরাপত্তায় বেষ্টিত হয়ে বেশ কয়েকজন ব্যক্তিকে এক মিছিলে অংশ নিতে দেখা যাচ্ছে। সেখানে 'ভারত মাতা কি জয়' ও 'ভারত মে রহনা হোগা তো জয় শ্রীরাম কহেনা হোগা'-র মতো স্লোগানও শোনা যাচ্ছে। কিন্তু আচমকাই গেরুয়া উত্তরীয় গলায় থাকা এক ব্যক্তি মাটিতে পড়ে যাচ্ছেন।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "হরিয়ানার ***** **রা মুসলিমদের মসজিদ ভাজ্ঞার জন্য একত্রিত হলে এবং “ভারত মে রেহনা হোগা তো জয় শ্রীরাম কেহনা হোগা “এই স্লোগানে মুখরিত হলে বিধির বিধানের পক্ষ থেকে হার্ট স্রোক হয়ে যায় আন্দোলনের মূখ্যার।" (ক্যাপশনের বানান ও গঠন অপরিবর্তিত রাখা হয়েছে।)
আজতক ফ্যাক্ট চেক করে দেখেছে যে আলোচ্য ভিডিওটি হরিয়ানা নয়, বরং হিমাচল প্রদেশের। যে কারণে পোস্টটি অর্ধসত্য।
কীভাবে জানা গেল সত্যি
ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট সংগ্রহ করে তার রিভার্স ইমেজ সার্চ করার ওই একই ভিডিও দেখা যায় নিউজ এশিয়া ২৪ নামের একটি ইউটিউব চ্যানেলে। সেখানে লেখা হয় যে ঘটনাটি হামিরপুরের। যেখানে হিন্দু সমাজের বের করা একটি মিছিলে এক ব্যক্তির হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। হামিরপুর হল হিমাচল প্রদেশের একটি জেলা এবং সদর শহর।
এই বিষয়টি সূত্র ধরে কিওয়ার্ড সার্চ করার পর নিউজ ১৮ হিন্দির একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় যা চলতি বছর ২৮ সেপ্টেম্বর প্রকাশ পেয়েছে। এই প্রতিবেদনে ওই একই ভিডিও-র স্ক্রিনশট দেখতে পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়, হিমাচল প্রদেশের হামিরপুরে স্থানীয় এলাকার হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন একটি মিছিল বের করেছিল। মিছিলটি ছিল সিমলায় নির্মিত বিতর্কিত মসজিদের বিরুদ্ধে।
খবর অনুযায়ী, জেলা শাসকের দফতরের সামনেই এই ঘটনাটি ঘটেছিল। যেখানে দেবভূমি সংঘর্ষ সমিতি নামের সংগঠনের পদাধিকারিরা স্লোগান দিতে দিতে বেরিয়ে আসছিলেন। তখনই বীরেন্দ্র পরমার নামে এক বিশ্ব হিন্দু পরিষদের সদস্য মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে মিছিলে থাকা বাকি ব্যক্তি ও পুলিশের লোকজন তাঁকে তোলার চেষ্টা করে কিন্তু ততক্ষণে তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন।
ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের কথায়, মাটিতে পড়ে যাওয়ায় মাথায় চোটও লেগেছিল বীরেন্দ্রর। এরপর তাঁকে স্থানীয় মেডিক্য়াল কলেজে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়। বীরেন্দ্রকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
সিমলার মসজিদ বিতর্ক
হিমাচল প্রদেশের সিমলায় মাসখানেক ধরেই নানা হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। এর কারণে হিসেবে উঠে এসেছে একটি মসজিদ। এই মসজিদটির নির্মাণ বেআইনি দাবি করে একে ভেঙে ফেলার দাবি জানিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ শুরু করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। যা নিয়ে হিমাচল প্রদেশের রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠেছে।
অর্থাৎ বোঝাই যাচ্ছে যে হরিয়ানায় বিধানসভা নির্বাচনের আবহে হিমাচল প্রদেশের একটি ভিডিওকে অর্ধসত্য ও বিভ্রান্তিকর দাবিতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে।
হরিয়ানায় মসজিদ ভাঙতে চেয়ে একত্রিত হওয়া এক মিছিলে থাকা এক ব্যক্তির হার্ট অ্যাটাক হয়।
ভাইরাল ভিডিওটি হরিয়ানার নয়। বরং হিমাচল প্রদেশের হামিরপুরের যেখানে সম্প্রতি এই ঘটনা ঘটে।