scorecardresearch
 

না, নিউইয়র্ক টাইমস নরেন্দ্র মোদীকে পৃথিবীর প্রিয়তম তথা সবচেয়ে শক্তিশালী নেতার আখ্যা দেয়নি

এনওয়াইটি-র ২২শে সেপ্টেম্বর সংস্করণের প্রথম পাতার মর্ফদ স্ক্রিনশট ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

Advertisement
নিউইয়র্ক টাইমস কি সত্যিই মোদীর ভূয়সী প্রশংসা করেছে? নিউইয়র্ক টাইমস কি সত্যিই মোদীর ভূয়সী প্রশংসা করেছে?

মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী। গত শনিবার, অর্থাৎ ২৫শে সেপ্টেম্বর, তিনি নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণও দিয়েছেন। এর পরেই ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে একটি ছবি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে।

এক ফেসবুক ব্যবহারকারী এই ছবি পোস্ট করে লিখেছেন, "চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির। মোদীর প্রশংসায় গোটা পৃথিবী আত্মহারা।"

ছবিতে নিউইয়র্ক টাইমসের ২৬শে সেপ্টেম্বরের ২০২১ সংস্করণের প্রথম পাতায় নরেন্দ্র মোদীর ছবি দেখতে পাওয়া যাচ্ছে। ছবির উপরে লেখা রয়েছে, "পৃথিবীর প্রিয়তম তথা সবচাইতে শক্তিশালী নেতা দেশে এসে আমাদের ধন্য করেছেন।"

এই একই ছবি সহ পোস্টের আর্কাইভ আপনারা দেখতে পাবেন এখানে এখানে 

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।

ভুল বানান

এই ফেসবুক পোস্টে নিউইয়র্ক টাইমসের যে স্ক্রিনশটটি ব্যবহার করা হয়েছে সেই স্ক্রিনশটের তারিখ প্রথমেই আমাদের নজরে পরে। দেখা যাচ্ছে, সেখানে ইংরেজিতে সেপ্টেম্বর বানানটা ভুল লেখা রয়েছে।

Modi

নিউইয়র্ক টাইমসের মতো একটি সংস্থা প্রথম পাতায় সংস্করণের তারিখের বানান ভুল করবে তা একেবারেই বিশ্বাসযোগ্য নয়।

নিউইয়র্ক টাইমসের ২৬শে সেপ্টম্বর ২০২১ সংস্করণ

এর পর আমরা নিউইয়র্ক টাইমসের ওয়েবসাইটে গিয়ে ২৬শে সেপ্টেম্বরের সংস্করণটি খুঁজে বের করি।

Modi

দেখা যাচ্ছে, সেই সংস্করণের প্রথম পাতায় নরেন্দ্র মোদী সম্পর্কিত কোনও খবর নেই। দুই, এখানে সংস্করণের তারিখে 'সেপ্টেম্বর' বানান একদম ঠিক রয়েছে।

Advertisement

ফেসবুক পোস্টে ব্যবহৃত মোদীর ছবি

এখন প্রশ্ন ফেসবুক পোস্টে মোদীর যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেটি আসলে কোথাকার?

ছবিটি রিভার্স সার্চ করে আমরা ছবিটির মূল সূত্র খুঁজে পেয়েছি। বলা হচ্ছে, ছবিটি ২০২১ সালের ১২ মার্চ তোলা হয়েছিল। ছবির ক্যাপশনে বলা হচ্ছে, সেদিন আহমেদাবাদের সবরমতি আশ্রমে "Vistors' Book" সই করার সময়ে এই ছবিটি তোলা হয়।

Modi

এছাড়া বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইট সংবাদমাধ্যমে এই ছবিটি বহুবার ব্যবহৃত হয়েছে।    

সুতরাং, এই ফেসবুক পোস্টের দাবি যে বিভ্রান্তিকর তা বলাইবাহুল্য। নিউইয়র্ক টাইমস এমন কোনও প্রতিবেদন প্রকাশ করেনি এবং ফেসবুক পোস্টের ছবিটি মর্ফ করা।

ফ্যাক্ট চেক

A facebook user

দাবি

নিউইয়র্ক টাইমসের ২৬শে সেপ্টেম্বরের ২০২১ সংস্করণের প্রথম পাতায় নরেন্দ্র মোদীর ছবি দেখতে পাওয়া যাচ্ছে। ছবির উপরে লেখা রয়েছে, "পৃথিবীর প্রিয়তম তথা সবচাইতে শক্তিশালী নেতা এ দেশে এসে আমাদের ধন্য করেছেন।"

ফলাফল

নিউইয়র্ক টাইমসের প্রথম পাতার স্ক্রিনশটটি মর্ফ করা। ২৬শে সেপ্টেম্বরের সংস্করণের প্রথম পাতায় নরেন্দ্র মোদীকে নিয়ে কোনও খবর প্রকাশিত হয়নি। পোস্টে ব্যবহৃত মোদীর ছবিটি ২০২১ সালের মার্চ মাসে আহমেদাবাদের সবরমতি আশ্রমে তোলা হয়েছিল।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
A facebook user
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement