scorecardresearch
 

ফ্যাক্ট চেক: ইরানের হামলা থেকে বাঁচতে দৌড়ে পালাচ্ছেন নেতানিয়াহু? না, ভিডিওটি তিন বছরের পুরানো

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের মিসাইল হামলা থেকে রক্ষা পেতে বাঙ্কারের নিচে পালিয়ে যাচ্ছেন।

Advertisement

গত ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বেরুটের দক্ষিণে দাহিয়া এলাকায় ইজরায়েলি বিমান হানায় নিহত হন হিজবুল্লা প্রধান সৈয়দ হাসান নাসরুল্লার। তার মৃত্যুর প্রতিশোধ নিতে মঙ্গলবার ইজরায়েলের তেল আভিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইজরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে মোট ২০০টির বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে খবর। 

আর ইজরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একটি ভবন করিডোর থেকে দৌড়ে যাওয়ার একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সেটি শেয়ার করে অনেকেই দাবি করেছেন যে, নেতানিয়াহু ইরানের বিমান হামলা থেকে রক্ষা পেতে একটি বাঙ্কারে পালিয়ে যাচ্ছেন।

উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “ইসরায়েল রাজধানী তেলআবীবে ইরানের মিশাইল হামলার ইসরায়েল মন্ত্রী পরিষদের নিরাপদ আশ্রয়ে চলে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু প্রাণ ভয়ে পালাচ্ছে।” (সব বানান অপরিবর্তিত।)

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি প্রায় তিন বছরের পুরানো এবং এর ইজরায়েলের উপর ইরানের সাম্প্রতিক হামলার কোনও সম্পর্ক নেই।

কীভাবে জানা গেল সত্য?

ভাইরাল দাবি ও ভিডিওর সত্যতা জানতে আমরা সেটি থেকে একাধিক স্ক্রিনশট নিয়ে সেগুলির রিভার্স ইমেজ সার্চ করি। তখন ২০২১ সালের ১৪ ডিসেম্বর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই একই ভিডিওটি পাওয়া যায়। সেটি পোস্ট করে হিব্রু ভাষায় নেতানিয়াহু উল্লেখ করেন, তিনি সর্বদা ইজরায়েলিদের জন্য দৌড়াতে (কাজ করতে) পছন্দ করেন। একইভাবে ইজরায়েলিদের পাশে থাকতে তিনি নেসেটেতেও দৌড়েছিলেন।

এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে এই সংক্রান্ত একাধিক কিওয়ার্ড সার্চ করলে ২০২১ সালের ১৩ ডিসেম্বর এই একই ভিডিও-সহ ইজরায়েলি সংবাদমাধ্যম Channel-7’এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়েছে, সেই সময় ইজরায়েলের তৎকালীন বিরোধী দলনেতা নেতানিয়াহু একটি ভোটপর্বে অংশগ্রহণের জন্য দেশটির আইনসভা নেসেটেতে দৌড়ে এসেছিলেন। 

Advertisement

এখানে উল্লেখ্য নেসেট হল ইজরায়েলের এককক্ষ বিশিষ্ট আইনসভা। যেখানে দেশটির সমস্ত আইন পাস হয়। পাশাপাশি এটি ইজরায়েলের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নির্বাচন করে এবং মন্ত্রিসভার অনুমোদন প্রদান করে। এছাড়া নেসেটের সর্বোচ্চ প্রামাণিক সংস্থা হল নেসেট প্লেনাম। প্লেনামে ভোটের মাধ্যমে নেসেটে রেজুলেশন গৃহীত হয়।

এর থেকে স্পষ্ট হয় যে ভাইরাল ভিডিওটির সঙ্গে ইজরায়েলের উপর ইরানের সাম্প্রতিক হামলার কোনও সম্পর্ক নেই।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ভিডিওটিতে দেখা যাচ্ছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের মিসাইল হামলা থেকে রক্ষা পেতে বাঙ্কারে পালিয়ে যাচ্ছেন।

ফলাফল

ভিডিওটি ২০২১ সালের ডিসেম্বর মাসের। সেই সময় নেতানিয়াহু একটি ভোটপর্বে অংশগ্রহণের জন্য দেশটির আইনসভা নেসেটেতে দৌড়ে এসেছিলেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement