scorecardresearch
 

না, ফরাসি জোতিষী নস্ট্রাডামুস মোদীর শাসনকাল নিয়ে কোনও ভবিষ্যদ্বাণী করেননি

মর্ফ ছবি পোস্ট করে দাবি, নস্ট্রাডামুসের গণনায় ২০১৪ থেকে ২০২৬ ভারতের স্বর্নযুগ

Advertisement
Nostradamus Nostradamus

বিখ্যাত ফরাসি জ্যোতিষী নস্ট্রাডামুস নরেন্দ্র মোদীর শাসন নিয়ে এবার একটি পোস্ট ভাইরাল হল সোশ্যাল মিডিয়াতে।

 

অলকনন্দা রাজশাহীনামের এক ফেসবুক ব্যবহারকারী একটি সংবাদপত্রের স্ক্রিনশট পোস্ট করেছেন। সেই প্রতিবেদনটির শিরোনামে বলা হচ্ছে, "১৫৫৫ সালে নস্ট্রাডামুস ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন ২০১৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত যিনি ভারতের নেতৃত্ব দেবেন তাঁর হাত ধরেই আসবে ভারতের স্বর্নযুগ।"

 

 

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।


ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।

 

তদন্তে নেমে প্রথমেই আমরা দেখতে পাই যে খবরের কাগজের স্ক্রিনশটটি মর্ফ করা। প্রতিবেদনটির শিরোনামের সঙ্গে মূল প্রতিবেদনটির কোনও সম্পর্ক নেই।

Nostradamus

এখন প্রশ্ন হচ্ছে সত্যিই কি এই ধরণের কোনও ভবিষ্যদ্বাণী নস্ট্রাডামুস করেছিলেন?

ইন্টারনেটে কি ওয়ার্ড সার্চ করে দেখা যাচ্ছে যে জি নিউজ সহ আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যমে নস্ট্রাডামুসের ভারতবর্ষ সংক্রান্ত ভবিষ্যদ্বাণীর কথা বলা হয়েছে।

তবে, এই প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে যে বিখ্যাত ফরাসি সাংবাদিক ফ্রসোয়া গোতিয়ের তাঁর ব্লগে এই ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা পরবর্তীকালে   টাইমস অফ ইন্ডিয়া-তে  প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

এই বিষয়টিকে সূত্র ধরে আমরা ইন্টারনেটে টাইমস অফ ইন্ডিয়ার মূল প্রতিবেদনটি খুঁজে পাই। দেখা যাচ্ছে,২৮শে মার্চ ২০১৭ সালে সর্বপ্রথম এই টাইমস অফ ইন্ডিয়া এই প্রতিবেদনটি প্রকাশ করেছিল।

কিন্তু পরে এই প্রতিবেদনটিকে সরিয়ে ফেলে টাইমস অফ ইন্ডিয়া আবার এই প্রতিবেদনটি নতুন করে ৩০শে মার্চ প্রকাশ করে। এই নতুন করে প্রকাশিত প্রতিবেদনটির প্রথমেই লেখা হয়েছে, "এটি নিছকই একটি মজার প্রতিবেদন। এর সঙ্গে বাস্তবের কোনও মিল খুঁজতে যাবেন না।"    

Advertisement
Nostradamus

প্রসঙ্গত, অল্ট নিউজ আর ফার্স্ট পোস্ট নামের দুটি সংবাদমাধ্যম এর আগে এই ভবিষ্যদ্বাণীর বিষয়টিকে ভিত্তিহীন বলে দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছিল।

সুতরাং, এই পোস্টের দাবি যে বিভ্রান্তিকর তা বলা যেতেই পারে।

ফ্যাক্ট চেক

A facebook user

দাবি

স্ক্রিনশট পোস্ট করে দাবি, ১৫৫৫ সালে নস্ট্রাডামুস ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন ২০১৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত যিনি ভারতের নেতৃত্ব দেবেন তাঁর হাত ধরেই আসবে ভারতের স্বর্নযুগ।

ফলাফল

এক ফরাসি সাংবাদিক তাঁর ব্লগে এই ভবিষ্যদ্বাণীর কথা লিখেছিলেন। কিন্তু তা নিছকই মজা করে। এর সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
A facebook user
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement