scorecardresearch
 

ফ্যাক্ট চেক: ট্রাম্পকে জয়ের শুভেচ্ছা-বার্তায় আর্থিক সাহায্য নিয়ে কিছুই লেখেননি পাক প্রধানমন্ত্রী

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে এই স্ক্রিনশটে কারসাজি করা হয়েছে। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ট্রাম্পকে শুভেচ্ছা জানালেও ঋণের বিষয়ে কোনও কথা নিজের এক্স পোস্টের শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেননি।

Advertisement

মার্কিন রাজনৈতিক ইতিহাসে নতুন ইতিহাস সৃষ্টি করে মসনদে প্রত্যাবর্তন ঘটিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকেই দেশ-বিদেশের রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছায় স্নাত হচ্ছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও শুভেচ্ছা জানিয়েছেন। আর তাঁর শুভেচ্ছা জানানোর সেই টুইটের একটি কথিত স্ক্রিনশট এ বার ভাইরাল হচ্ছে। 

সেই তথাকথিত স্ক্রিনশট শেয়ার করে দাবি করা হচ্ছে যে পাক প্রধানমন্ত্রী নিজের শুভেচ্ছাবার্তায় ট্রাম্পকে অনুরোধ করেছেন যাতে পাকিস্তানের প্রতি আর্থিক অনুদানের ক্ষেত্রে কোনও সমস্যা না হয়। 

যে স্ক্রিনশট ভাইরাল হয়েছে সেখানে পাক প্রধানমন্ত্রীর এক্স পোস্টের তথাকথিত বার্তার অনুবাদ করলে দাঁড়ায়, "দ্বিতীয়বার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন! আমি আগত প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। আশা করি শাসনব্যবস্থার পরিবর্তনের কারণে আমাদের আইএমএফ ঋণ প্রভাবিত হবে না।"

এই স্ক্রিনশট শেয়ার করে অনেকেই পাকিস্তানের উদ্দেশ্যে শ্লেষ ও বিদ্রুপ করে লিখছেন, "ভিক্ষা চাওয়ারও একটা সময় থাকে।। পাকিস্তানের প্রধানমন্ত্রী ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে, ঋণের জন্য তাত্ক্ষণিক আবেদন করলেন! পাকিস্তানের প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার রাজনৈতিক সফলতার জন্য অভিনন্দন জানিয়েছেন। কিন্তু এর সাথে সাথে তিনি আবার পাকিস্তানের অর্থনৈতিক সংকট মোকাবিলায় তাত্ক্ষণিকভাবে ঋণের জন্য আবেদনও করেছেন।"

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে এই স্ক্রিনশটে কারসাজি করা হয়েছে। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ট্রাম্পকে শুভেচ্ছা জানালেও ঋণের বিষয়ে কোনও কথা নিজের এক্স পোস্টের শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেননি।

কীভাবে জানা গেল সত্যি

যদি শুভেচ্ছা-বার্তায় শরিফ সত্যিই আর্থিক সাহায্য বিষয়ক কোনও কথা বলে থাকতেন, তবে সেই সংক্রান্ত খবরও নানা সংবাদ মাধ্যমে প্রকাশ পেত। কিন্তু এমন কোনও খবর কোথাও-ই প্রকাশ পায়নি। বরং ডন, ও ট্রিবিউনের মতো একাধিক সংবাদ মাধ্যমে শরিফের এক্স পোস্টের স্ক্রিনশট শেয়ার করা হয়েছিল। যেখানে এমন কোনও উক্তি দেখা যায়নি। 

Advertisement

আসল এক্স পোস্টে শেহবাজ শরিফ লিখেছিলেন, "দ্বিতীয় মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন! আমি পাকিস্তান-মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী ও প্রসারিত করতে আগত প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।" 

শেহবাজ শরিফের নিজস্ব সরকারি হ্যান্ডেলে গেলেও দেখা যাবে যে তিনি গতকাল, অর্থাৎ ৬ নভেম্বর ভারতীয় সময় দুপুর ২টো ৪ নাগাদ এই এক্স পোস্ট করেছিলেন। এই পোস্টটি এডিট করাও হয়নি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কারসাজি করে অতিরিক্ত একটি লাইন এখানে জুড়ে দেওয়া হয়েছে। 

আরও কিছু সার্চ করে ফ্রন্টলাইন ফোর্স নামের একটি এক্স হ্যান্ডেলের সন্ধান পাওয়া যায় যেখানে গতকাল সন্ধ্যায় এই কারসাজি করা এক্স পোস্টের স্ক্রিনশট পোস্ট করা হয়। ক্যাপশনের সঙ্গে হ্যাশট্যাগের রূপে একটি 'স্যাটায়ার' শব্দ জুড়ে দেওয়া হয় যার অর্থ এটি একটি মস্করা বা মজা করে দেওয়া পোস্ট। 

ফলে বুঝতে বাকি থাকে না যে বিনোদনের উদ্দেশ্যে তৈরি পাক প্রধানমন্ত্রীর এক্স পোস্টের একটি সম্পাদিত স্ক্রিনশট ছড়িয়ে বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে যে তিনি ট্রাম্পকে জানানো শুভেচ্ছাবার্তায় আইএমএফ-র ঋণের নিশ্চয়তার কথা উল্লেখ করেছেন। 

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজের শুভেচ্ছা-বার্তায় আইএমএফ-র ঋণ ব্যাহত না রাখার কথা উল্লেখ করেন। 

ফলাফল

শেহবাজ শরিফ আইএমএফ-র ঋণ সংক্রান্ত কোনও কথা নিজের শুভেচ্ছা-বার্তায় লেখেননি। স্ক্রিনশটে কারসাজি করা হয়েছে। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement