২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নরের দায়িত্ব সামলেছিলেন রঘুরাম রাজন। বিভিন্ন সময়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করেছেন তিনি। এমনকী, রাহুল গান্ধীর সঙ্গে 'ভারত জোড়ো যাত্রা'-তেও তাঁকে পা মেলাতে দেখা গিয়েছে।
এবার সোশ্যাল মিডিয়ায় ঘুরছে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নরের মতামতের দাবি করা একটি পোস্টকার্ড। যেখানে কেন্দ্রের বিরুদ্ধে ফের মুখ খুলতে দেখা যাচ্ছে রঘুরাম রাজনকে। রঘুরাম রাজনকে উদ্ধৃত করে ওই পোস্টকার্ডে হিন্দিতে লেখা রয়েছে, "দেশের অবস্থাও শ্রীলঙ্কার মতো হতে চলেছে, সাধারণ মানুষের টাকা জমানো উচিত: রঘুরাম রাজন"। অর্থাৎ ওই পোস্টকার্ডের দাবি, শ্রীলঙ্কায় যেমন আর্থিক মন্দা হয়েছিল, ভারতও সেই দিকেই এগোচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রাক্তন আরবিআই গভর্নর। সেজন্য সাধারণ মানুষকে হাতে টাকা রাখার পরামর্শও দিয়েছেন তিনি।
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম তদন্ত করে দেখেছে যে, ভাইরাল পোস্টকার্ডের দাবিটি সম্পূর্ণ ভুল। এমন কোনও দাবি রঘুরাম রাজন করেননি। বরং এর উল্টো কথা বলেছেন আরবিআই-এর প্রাক্তন গভর্নর।
কীভাবে এগোল তদন্ত?
রঘুরাম রাজন যদি এমন কথা বলেন, তবে তা নিঃসন্দেহে একটা বড় খবর। সেজন্য তদন্তের শুরুতেই ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করে আমরা এই সংক্রান্ত প্রতিবেদন খুঁজে বের করার চেষ্টা করি। ২০২২ সালের ৩০ জুলাই, সংবাদ সংস্থা ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকার আমরা দেখতে পাই। যেখানে সাংবাদিক সরসারি রাজনকে প্রশ্ন করেছিলেন যে, ভারতের অর্থনীতির অবস্থা কি শ্রীলঙ্কার মতো হতে পারে? উত্তরে রঘুরাম রাজন স্পষ্ট জানিয়ে দেন যে, ভারতের আর্থিক ভান্ডারে যথেষ্ট পরিমাণে বৈদেশিক মুদ্রা রয়েছে। এই দেশ কখনই শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো আর্থিক সংকটের মুখোমুখি হবে না। এমনকী আরবিআই-এরও প্রশংসা করেন তিনি। ওই সাক্ষাৎকারের ৭ মিনিট ২১ সেকেন্ডের মাথায় রঘুরাম রাজনকে এই মন্তব্যটি করতে শোনা যায়।
২০২২ সালের ২ অগাস্ট Outlook India-তে প্রকাশিত প্রতিবেদনেও একই দাবি করা হয়।
ওই সময় একই তথ্য-সহ খবরটি প্রকাশিত হয়েছিল Indian Express ও Hindustan Times ওয়েবসাইটেও।
যে রঘুরাম রাজন একাধিক সময় মোদী সরকারের অর্থনৈতিক পরিকল্পনার সমালোচনার কারণে শিরোনামে থেকেছেন, তাঁর থেকে প্রশংসা পেয়ে উত্তর দিতে দেরি করেনি বিজেপি। Livemint.Com-এ প্রকাশিত সেই প্রতিবেদনও আমরা দেখতে পাই।
এরপর আমরা খুঁজে দেখার চেষ্টা করি সাম্প্রতিক সময়ে রঘুরাম রাজন ভারতীয় অর্থনীতি নিয়ে কী মন্তব্য করেছেন। NDTV-র একটি প্রতিবেদন থেকে আমরা জানতে পারি, সম্প্রতি ওল্ড পেনসন স্কিম নিয়ে মন্তব্য করেছেন প্রাক্তন আরবিআই গভর্নর।
২০২২ সালে সবচেয়ে বড় আর্থিক মন্দার সম্মুখীন হয়েছিল শ্রীলঙ্কা। দেশে নিত্যপ্রয়েজনীয় জিনিসেরর দাম অস্বাভাবিক হারে বেড়ে যায়। সে দেশের মানুষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন। গণরোষের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের তরফে পাওয়া ঋণ এবং ভারতের সাহায্য নিয়ে আপাতত সঙ্কট থেকে মুক্ত হতে চাইছে শ্রীলঙ্কা।
ভারতের অর্থনৈতিক অবস্থাও শ্রীলঙ্কার মতো হতে চলেছে, সাধারণ মানুষের টাকা জমানো উচিত। বলেছেন রঘুরাম রাজন।
ভাইরাল পোস্টকার্ডের দাবিটি সম্পূর্ণ ভুল। বাস্তবে এর উল্টো কথা বলেছিলেন আরবিআই-এর প্রাক্তন গভর্নর। সংবাদ সংস্থা ANI-কে তিনি জানান, ভারতের আর্থিক ভান্ডারে যথেষ্ট পরিমাণে বৈদেশিক মুদ্রা রয়েছে। এই দেশ কখনই শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো আর্থিক সংকটের মুখোমুখি হবে না।