চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের 'চন্দ্রযান ৩'। 'ল্যান্ডার বিক্রমের' সফল অবতরণ ঘটিয়ে ইতিহাস সৃষ্টি করেছে ভারত। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র বিজ্ঞানীদের এই ঐতিহাসিক সাফল্যে গর্বিত দেশবাসী। বিদেশ থেকেও শুভেচ্ছা এসেছে। ইতিমধ্যে 'ল্যান্ডার বিক্রম' থেকে বেরিয়ে কাজ শুরু করেছে রোভার 'প্রজ্ঞান'।
'চন্দ্রযান ৩' নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে নানান ছবি ও ভিডিয়ো। তেমনই একটি ছবিতে দেখা যাচ্ছে মাটিতে টায়ারের দাগ। আর সেই দাগের মধ্যে রয়েছে ভারতের জাতীয় প্রতীক অশোকস্তম্ভ ও ইসরোর লোগো। ছবিটা শেয়ার করে অনেকেই সেটাকে চাঁদের মাটিতে রোভার 'প্রজ্ঞান'-এর টায়ারের দাগ বলে উল্লেখ করেছেন। ছবিটি শেয়ার করে ফেসবুকে কেউ কেউ লিখেছেন, "চাঁদের মাটিতে অশোকস্তম্ভ" (পোস্টের বানান অপরিবর্তিত)
একই দাবি-সহ আরও অনেক পোস্ট দেখা যাবে এখানে ও এখানে।
আরও অনেক দাবি-সহ একই ছবি পোস্ট করেছেন অনেকেই।
যদিও ইন্ডিয়া টুডে তদন্ত করে দেখেছে যে, ভাইরাল ছবিটি চাঁদের মাটিতে রোভার 'প্রজ্ঞান'-এর টায়ারের দাগ নয়। সেটি ফটোশপ দ্বারা নির্মিত।
কীভাবে এগলো অনুসন্ধান?
ভাইরাল ভিডিয়োটির রিভার্স ইমেজ সার্চ করলে আমরা দেখতে পাই, কৃষাণু গর্গ নামের এক ব্যক্তি ২৩ অগাস্ট সেটি এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন। এরপর থেকেই সেটা ভাইরাল হতে থাকে।
Can't wait for this! 🌕🇮🇳 pic.twitter.com/9cXjpjT3nL
— Krishanshu Garg (@KrishanshuGarg) August 23, 2023
ইন্ডিয়া টুডের তরফে কৃষাণু গর্গের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি লখনউয়ের একজন ব্যবসায়ী এবং মহাকাশ গবেষণা সম্পর্কে তাঁর আগ্রহ অপরিসীম। তিনি আমাদের জানান, এক্স অ্যাকাউন্টে পোস্ট করা ছবিটি তিনি ফটোশপের মাধ্যমে বানিয়েছেন। আসলে ইসরোর কার্টেন রাইজার ভিডিয়োর দ্বারা অনুপ্রণিত হতে তিনি সেটা বানিয়েছিলেন।
ইনস্টাগ্রাম স্টোরিতেও ছবিটি পোস্ট করেছিলেন কৃষাণু গর্গ। সেখানে ছবিটিকে আর্ট ওয়ার্ক বা শিল্প বলেই উল্লেখ করেছেন তিনি।
এরপর আমরা দেখার চেষ্টা করি রোভার 'প্রজ্ঞান'-এর টায়ার সম্পর্কে এখনও পর্যন্ত ইসরোর তরফে কী কী তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।
ইসোর অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট করা 'চন্দ্রযান-৩'-এর কার্টেন রাইজার ভিডিয়োতে দেখা যায়, ছ'চাকা বিশিষ্ট রোভার 'প্রজ্ঞান'-এর একদিকের টায়ারে অশোকস্তম্ভ এবং অন্যদিকের টায়ারে ইসরোর লোগো রয়েছে। সেই ছাপই চাঁদের মাটিতে পড়বে।
এরপর ইসরোর অফিসিয়ার এক্স অ্যাকাউন্টে খুঁজেও আমরা ভাইরাল ছবিটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনও ছবি দেখতে পাইনি।
সুতরাং সমস্ত প্রমাণ দেখে এটা বলাই যায় যে, চাঁদের মাটিতে অশোকস্তম্ভ ও ইসরোর লোগোর ভাইরাল ছবিটি আসল নয়। সেটি ফটোশপ দ্বারা নির্মিত।
চাঁদের মাটিতে অশোকস্তম্ভের ছাপ।
চাঁদের মাটিতে অশোকস্তম্ভ ও ইসরোর লোগোর ভাইরাল ছবিটি আসল নয়। সেটি ফটোশপ দ্বারা নির্মিত।