scorecardresearch
 

না, পৃথিবীর সর্ববৃহৎ সোলার পাওয়ার প্লান্ট ভারতে হচ্ছে না

সোশ্যাল মিডিয়াতে দাবি, ভারতের সর্ববৃহৎ সোলার প্লান্ট কচ্ছে নির্মাণ করা হচ্ছে

Advertisement
বিশ্বের বৃহত্তম সোলার প্লান্ট কি গুজরাটের কচ্ছে নির্মিত হচ্ছে?      বিশ্বের বৃহত্তম সোলার প্লান্ট কি গুজরাটের কচ্ছে নির্মিত হচ্ছে?

এক ফেসবুক ব্যবহারকারী একটি পোস্ট করে দাবি করেছেন, পৃথিবীর সব থেকে বড় সোলার প্ল্যান্ট গুজরাটের কচ্ছে তৈরি করা হচ্ছে। 

একই দাবি সংক্রান্ত পোস্টের আর্কাইভ দেখতে পাবেন এখানে এখানে

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।

তদন্তে নেমে আমরা প্রথমে কিওয়ার্ড সার্চ করে দেখেছি যে এনটিপিসি-র ওয়েবসাইটে এই প্রকল্পটির সম্পর্কের একটি প্রেস রিলিজ পোস্ট করা হয়েছে। 

কিন্তু সেখানে বলা হচ্ছে যে কচ্ছে একটি অপ্রচিলিত শক্তি প্রকল্প শুরু হতে চলেছে। এই প্রকল্পের আওতায় যে সৌর বিদ্যুতের প্লান্টটি নির্মিত হবে সেটি দেশের মধ্যে বৃহত্তম সৌর বিদ্যুৎ প্লান্ট হতে চলেছে। 

NTPC

দ্য ওয়্যার-এর মতো কিছু সংবাদমাধ্যম দাবি করেছে যে এটি নাকি বিশ্বের সর্ববৃহৎ হাইব্রিড অপ্রচলিত শক্তি প্রকল্প হতে চলেছে। ২০২০ সালের ১৫ই ডিসেম্বরে প্রকাশিত এই খবরে বলা হচ্ছে যে সরকারের তরফ থেকে একটি রিলিজ পেশ করে এই খবর দেওয়া হয়েছে।

Solar Plant

পিআইবি-র ওয়েবসাইটে আমরা সেই রিলিজটি খুঁজে বের করি। কিন্তু সেখানেও বলা হচ্ছে যে এই হাইব্রিড অপ্রচলিত শক্তির প্রকল্পটি দেশের মধ্যে সবচাইতে বড়। 

PMO

বিষয়টিকে নিশ্চিত করতে এরপর আমরা সৌরবিজ্ঞানি এস পি গন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করি। বর্তমানে তিনি কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন প্রকল্পে সাহায্য করছেন। 

"এই রিনিউবেল এনার্জি পার্কের মধ্যে যে সোলার প্লান্টটি থাকবে তা কখনই বিশ্বের সর্ববৃহৎ সোলার প্লান্ট হতে পারে না। বিশ্বের সর্ববৃহৎ সোলার প্লান্ট চিনের গোংহে-তে অবস্থিত। যেটি ২০২০ সালের সেপ্টেম্বরে চালু হয়েছে," আজতককে জানালেন গন চৌধুরী। 

Advertisement

সুতরাং, এই পোস্টের দাবি যে বিভ্রান্তিকর তা বলাইবাহুল্য। 
 

ফ্যাক্ট চেক

A facebook user

দাবি

পৃথিবীর সব থেকে বড় সোলার প্ল্যান্ট গুজরাটের কচ্ছে তৈরি করা হচ্ছে।

ফলাফল

গুজরাটের কচ্ছে একটি হাইব্রিড রিনিউএবেল পার্ক তৈরী হচ্ছে। এর মধ্যে যে সোলার পাওয়ার প্লান্টটি তৈরী হচ্ছে তা পৃথিবীর বৃহত্তম নয়। এই পার্কটি দেশের বৃহত্তম হাইব্রিড রিনিউএবেল পার্ক হতে চলেছে।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
A facebook user
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement