scorecardresearch
 

ফ্যাক্ট চেক: ব্রাজিলের নয়া প্রেসিডেন্টের সমর্থকদের সেলিব্রেশনের ভিডিয়ো এটি নয়, সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি

নেটিজেনদের একাংশ ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তাঁদের দাবি, লুলা দা সিলভা ব্রাজিলের নয়া প্রেসিডেন্ট নির্বাচিত হতেই উৎসবে মেতে উঠেছে ব্রাজিল।

Advertisement
আতশবাজির রোশনাইয়ে ঢেকেছে শহরের রাতের আকাশ আতশবাজির রোশনাইয়ে ঢেকেছে শহরের রাতের আকাশ

সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছে ওয়ার্কার্স পার্টি। মসনদে বসেছেন বামপন্থী নেতা লুলা দা সিলভা। তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রুশ, আমেরিকা-সহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরাও।

বামপন্থী লুলার জয় উজ্জীবিত করেছে বামমনস্কদেরও। কেবল ব্রাজিল নয়, বিশ্বের বহু প্রান্তে শুরু হয়েছে সেলিব্রেশন। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তা নজরে আসছে। এমনই একটি সেলিব্রেশনের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, আকাশে শয়ে শয়ে আতশবাজি। লাল আলোর রোশনাইয়ে ঢেকেছে শহরের রাতের আকাশ। সে এক অপরূপ দৃশ্য!


 

নেটিজেনদের একাংশ ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তাঁদের দাবি, লুলা দা সিলভা ব্রাজিলের নয়া প্রেসিডেন্ট নির্বাচিত হতেই উৎসবে মেতে উঠেছে ব্রাজিল। ফেসবুকে একজন লিখেছেন, "আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখবিপদ-তুচ্ছ-করা কঠিন কাজে....ব্রাজিলের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র, যুব, মহিলা, গাছপালা, রাস্তাঘাট, সমুদ্র, নদী, জঙ্গল- সবার জন্য আজ উদযাপনের দিন! লালে লাল ব্রাজিল!" (পোস্টের বানান অপরিবর্তিত) পোস্টের আর্কাইভ লিঙ্কটি দেওয়া হল এখানে। 

যদিও ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুমের (আফয়া) তদন্তে দেখা গিয়েছে যে, ভিডিয়োটি ব্রাজিলের নয়। আসলে ভিডিয়োটি ক্রোয়োশিয়ার।

আফয়া অনুসন্ধান

তদন্তের শুরুতে আমরা ভাইরাল ভিডিয়োটির একটি কি-ফ্রেমের রিভার্স সার্চ করি। yahoo.com-এ প্রকাশিত একটি প্রতিবেদন আমাদের নজরে পড়ে। সেখানে এই ভাইরাল ভিডিয়োটি ব্যবহার করা হয়েছে। ২০২০ সালের ৪ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদন থেকে আমরা জানতে পারি, ক্রোয়োশিয়ার বিখ্যাত ফুটবল ক্লাব Hajduk Split-এর ৭০তম জন্মদিনে, সমর্থকরা আতশবাজি ফাটিয়ে উৎসব পালন করেছিলেন। ভিডিয়োটি সেই উৎসবেরই।   


সোশ্যাল মিডিয়ায় একাধিক অ্যাকাউন্টে আমরা ভিডিয়োটি এবং ছবি দেখতে পাই। তদন্ত আরও এগোলে, SportsCenter নামের একটি ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে ভিডিয়োটি দেখা যায়। ক্রোয়োশিয়ান ভাষায় সেখানে লেখা রয়েছে, HNK Hajduk Split ক্লাবের সমর্থকরা প্রিয় ক্লাবের ৭০তম জন্মদিনের আনন্দে মেতে উঠেছেন।

Advertisement

সুতরাং এর থেকে প্রমাণিত যে, ভিডিয়োটি আসলে ক্রোয়োশিয়ার। ২০২০ সাল থেকে সেটি সোশ্য়াল মিডিয়ায় রয়েছে। ব্রাজিলের নয়া প্রসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বামপন্থী বা লুলার সমর্থকদের উচ্ছ্বাসের ভিডিয়ো এটি নয়। যে দাবিটা করা হয়েছে, তা ভুল।

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

লুলা দা সিলভা ব্রাজিলের নয়া প্রেসিডেন্ট নির্বাচিত হতেই উৎসবে মেতে উঠেছে ব্রাজিল। আতশবাজির লাল আলোয় ঢেকেছে শহরের আকাশ।

ফলাফল

ভিডিয়োটি আসলে ক্রোয়োশিয়ার। ২০২০ সাল থেকে সেটি সোশ্য়াল মিডিয়ায় রয়েছে। ব্রাজিলের নয়া প্রসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বামপন্থী বা লুলার সমর্থকদের উচ্ছ্বাসের ভিডিয়ো এটি নয়। যে দাবিটা করা হয়েছে, তা ভুল।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement