scorecardresearch
 

ফ্যাক্ট চেক: ভাইরাল ভিডিয়োটি অযোধ্যার নয়, চিনের নাইট মার্কেটের

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম তদন্ত করে দেখেছে যে ভাইরাল ভিডিয়োটি অযোধ্যার নয়। বরং সেটি দক্ষিণ চিনে অস্থিত আলোকোজ্জ্বল ন্যানিং নাইট মার্কেটের ভিডিয়ো।

Advertisement
ভাইরাল ভিডিয়োটি অযোধ্যার নয়, চিনের নাইট মার্কেটের ভাইরাল ভিডিয়োটি অযোধ্যার নয়, চিনের নাইট মার্কেটের

২২ জানুয়ারি খুলে যাচ্ছে অযোধ্যার রাম মন্দিরের দরজা। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি ভিডিয়ো যেখানে দেখা যাচ্ছে আলোকসজ্জায় সেজে উঠেছে চারপাশ। ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে দাবি করা হয়েছে যে সেটি রাম মন্দিরের এবং অযোধ্যার সাজসজ্জা।

কিন্তু ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম তদন্ত করে দেখেছে যে ভাইরাল ভিডিয়োটি অযোধ্যার নয়। বরং সেটি দক্ষিণ চিনে অস্থিত আলোকোজ্জ্বল ন্যানিং নাইট মার্কেটের ভিডিয়ো।

কীভাবে এগলো অনুসন্ধান?

ভাইরাল ভিডিয়োর একটি কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে সংবাদসংস্থা Editorial Footage-এর ওয়েবসাইটে আমরা একই ভিডিয়ো দেখতে পাই। ৩ অক্টোবর আপলোড হওয়া ভিডিয়োতে বিবরণ থেকে জানা যায় যে, সেটি দক্ষিণ চিনে অস্থিত আলোকোজ্জ্বল ন্যানিং নাইট মার্কেটের ভিডিয়ো।  

এরপর ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করলে চিনা সংবাদমাধ্যম China Daily-তে প্রকাশিত একটি প্রতিবেদনে আমরা যে গেটের ছবিটি দেখতে পাই। ভাইরাল ভিডিয়োতে হুবহু একই ভিডিয়ো দেখতে পাওয়া যায়।

এছাড়া আরও একটি সংবাদ প্রতিবেদনেও আমরা ভিডিয়োর মতোই একই ধরনের দোকানের ছবি দেখতে পাই।

সুতরাং এখন এটা স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি অযোধ্যার নয়। বরং সেটি দক্ষিণ চিনে অস্থিত আলোকোজ্জ্বল ন্যানিং নাইট মার্কেটের ভিডিয়ো।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ভিডিয়োতে দেখা যাচ্ছে আলোকসজ্জায় সেজে উঠেছে চারপাশ।

ফলাফল

ভাইরাল ভিডিয়োটি অযোধ্যার নয়। বরং সেটি দক্ষিণ চিনে অস্থিত আলোকোজ্জ্বল ন্যানিং নাইট মার্কেটের ভিডিয়ো।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement