scorecardresearch
 

ফ্যাক্ট চেক: অলিম্পিকে ইজরায়লি খেলোয়াড়কে ধরাশায়ী করার দাবিতে ছড়াল অপ্রাসঙ্গিক ভিডিও

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "তিউনিসিয়ার খেলোয়াড় ইউসুফের এক kick নিয়ে শুয়ে পড়ছেন ইসরায়েলের খেলোয়াড়। প্যারিস অলিম্পিক ২০২৪।" 

Advertisement

প্যারিসে বসেছে অলিম্পিকের আসর। এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে দুটি ব্রোঞ্জ বাদে অন্য কোনও পদক আসেনি। তবে আরও পদক জয়ের আশা রয়েছে। তবে অলিম্পিক গেমসের নানা ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলতে শুরু করেছে। 

এই আবহে একটি ভিডিও অনেকেই শেয়ার করছেন, যেখানে দুই প্রতিযোগীকে লড়তে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, এই খেলাটি চলাকালীন তিউনিশিয়ার এক খেলোয়াড় তার ইজরায়লি প্রতিদ্বন্দ্বীকে একটি কিক মেরেই ধরাশায়ী করেছেন। ভিডিওতেও দেখা যাচ্ছে যে কালো প্যান্ট পরিহিত প্রতিপক্ষের একটি কিক মুখে খেয়ে নীচে লুটিয়ে পড়ছেন অপরজন। 

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "তিউনিসিয়ার খেলোয়াড় ইউসুফের এক kick নিয়ে শুয়ে পড়ছেন ইসরায়েলের খেলোয়াড়। প্যারিস অলিম্পিক ২০২৪।" 

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে এই দাবিটি সত্যি নয়। এই ভিডিওটি অলিম্পিকের নয়। এই দুই খেলোয়াড়ের মধ্যে কেউই ইসরায়েল বা তিউনিশার নয়। 

কীভাবে জানা গেল সত্যি

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে তার রিভার্স ইমেজ সার্চ করে ওই একই ম্যাচের অন্য ভিডিও খুঁজে পাই। অন্য অ্যাঙ্গেল থেকে নেওয়া ওই একই ভিডিওটি পোস্ট করা হয়েছিল। সেই ভিডিওটি এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) ২০২৪ সালের ২৯ জুন পোস্ট করা হয়েছিল। অর্থাৎ অলিম্পিক শুরু হওয়ার বেশ কয়েকদিন আগে। 

এই ভিডিওটি দেখলে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে এই ম্যাচ কোনও ভাবেই প্যারিস অলিম্পিকের হওয়া সম্ভব না। কারণ, প্যারিস অলিম্পিকের সূচনা হয়েছিল ২৬ জুলাই। এরপর আমরা খোঁজার চেষ্টা করি এই ভিডিওটি আসলে কোন সময়ের এবং এই খেলোয়াড়দের নাম কী। 

Advertisement

উপরের টুইটে লেখা ছিল যে দুই খেলোয়াড়ের মধ্যে একজনের নাম হল James Vick. এই বিষয়টিকে সূত্র ধরে আমরা কিছু কিওয়ার্ড সার্চ করি এবং এই ঘটনাটি নিয়ে একটি প্রতিবেদন খুঁজে পাই। সেখানে লেখা হয়, এটি ক্যারাটে কমব্যাট নামের একটি খেলার অংশ এবং জেমস ভিক হলেন সেই ব্যক্তি যিনি মার খেয়ে জখম হন এবং তিনি আমেরিকান। অন্যদিকে, যিনি ওই কিকটি মেরেছিলেন তিনি হলেন রাফায়েল আলভেজ। 

এই দুই খেলোয়াড়ের নাম ধরে সার্চ করে আমরা আসল ম্যাচের ভিডিওটি খুঁজে বের করার চেষ্টা করি। তখন ক্যারাটে কমব্যাটের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আমরা ওই ম্যাচের পূর্ণাঙ্গ ভিডিওটি খুঁজে পাই। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয় যে রাফায়েল আলভেজ ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী। 

ক্যারাটে কমব্যাটের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকেও এই ফাইটের ভিডিও শেয়ার করা হয়েছিল। সেখানে দুই প্রতিযোগীর একজনকে ব্রাজিলিয়ান, অপরজন আমেরিকান হিসেবেই চিহ্নিত করা হয়েছে। 

অর্থাৎ বুঝতে বাকি থাকে না, যে দাবি করে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ছড়িয়েছে তার সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই। 

 

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে প্যারিস অলিম্পিকে কীভাবে একজন তিউনিশান খেলোয়াড় এক ইসরায়লী প্রতিদ্বন্দ্বীকে এক কিকে মাটিতে ফেলে দিচ্ছে। 

ফলাফল

এটি অলিম্পিকের ভিডিও নয়। ক্যারাটে কমব্যাটের ভিডিও। এখানে একজন ব্রাজিলিয়ান অপরজন আমেরিকান। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement