scorecardresearch
 

ফ্যাক্ট চেক- ইউনেস্কো সিপিএম পার্টিকে সততার জন্য কোনো সার্টিফিকেট দেয় নি

ইউনেস্কোর নামে ভুয়ো দাবী ফেসবুকে

Advertisement
unesco cover unesco cover

একটি ফেসবুক পোস্ট দাবী করেছে যে, ভারতীয় কমিউনিস্ট পার্টি ( মার্ক্সবাদী) বিশ্বের সবথেকে সৎ পার্টি বলে সার্টিফিকেট দিয়েছে ইউনেস্কো। একটি সার্টিফিকেটের ছবি দিয়ে সেখানে ইংরেজিতে লেখা সততার জন্য ৯ ই অক্টোবর ২০১৮ সালে সিপিএম পার্টিকে এই সার্টিফিকেটটি প্রদান করলো ইউনেস্কো। 

unesco fb

ভাইরাল পোস্টটি আরকিভ হয়েছে এখানে
। 

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল এই দাবীটি ভুয়ো। ইউনেস্কোর তরফ থেকে সততার জন্য ভারতীয় কমিউনিস্ট পার্টি ( মার্ক্সবাদী) কে এমন কোনো সার্টিফিকেটে দেওয়া হয় নি। 

আমরা এই ভাইরাল পোস্টের ব্যাপারে খুঁজতে গিয়ে জানতে পারি এই ভাইরাল দাবীটি ২০১৮ সাল থেকে সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ইউনেস্কোর টুইটার হ্যান্ডলে ২০১৮ সালের ১০ ই অক্টোবরের একটি টুইট খুঁজে পাই আমরা।  এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে ইউনেস্কো টুইট করে জানিয়েছে যে সমাজ মাধ্যমে ঘুরে বেড়ানো এই তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন।  

২০১৯ সালে ডেইলিও বাংলার একটি ফ্যাক্ট চেক প্রতিবেদন থেকে জানা যায়, ইন্ডিয়া টুডে এই ভাইরাল পোস্টটির ব্যাপারে জানতে ইউনেস্কোর সঙ্গে যোগাযোগ করলে, এই আন্তর্জাতিক সংস্থার তরফ থেকে জানানো হয় ভারতীয় কমিউনিস্ট পার্টি ( মার্ক্সবাদী) কে সততার সার্টিফিকেট দেওয়া হয়েছে এই ভাইরাল দাবীটি সর্বৈব মিথ্যে।  

ইন্টারনেটে কী ওয়ার্ড সার্চ করে আমরা জানতে পারি "ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ"  বলে একটি ওয়েবপোর্টালে ২০১৯ সালে প্রথম এই ভুয়ো খবরটি বেরিয়েছিল।  পরবর্তীকালে সেটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পরে। 

Advertisement

ফ্যাক্ট চেক

Facebook user

দাবি

ইউনেস্কো ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)কে বিশ্বের সবথেকে সৎ রাজনৈতিক দলের তকমা দিয়েছে ।

ফলাফল

ভাইরাল এই দাবীটি ভুয়ো। ইউনেস্কোর তরফ থেকে সততার জন্য ভারতীয় কমিউনিস্ট পার্টি ( মার্ক্সবাদী) কে এমন কোনো সার্টিফিকেটে দেওয়া হয় নি।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook user
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement