scorecardresearch
 

ফ্যাক্ট চেক- পাকিস্তানের রাজনৈতিক নেতাকর্মীদের মারামারির এই ভাইরাল ভিডিওর আসল সত্য কি ?

বিভ্রান্তিকর তথ্যের সঙ্গে ভাইরাল নেতাকর্মীদের মারামারির ভিডিও

Advertisement
pak cover pak cover

হোটেলে নিজেদের মধ্যে হাতাহাতির একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে, যেখানে দাবি করা হয়েছে, এটি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দলের সঙ্গে মাওলানা ফজলুর রহমানের দলের মারামারির দৃশ্য।  

ফেসবুকে এই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, " প্রথম দিনেই পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের গ্রুপ আর মাওলানা ফজলু গ্রুপের মধ্যে মারামারি।"

pak body

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে জানতে পেরেছে এই ভাইরাল ভিডিওতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের গ্রুপ আর মাওলানা ফজলু গ্রুপের মধ্যে মারামারি দেখা যাচ্ছে না।  এটি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই-এর কয়েকজন নেতাকর্মীর  মারামারির ঘটনা। 

রিভার্স ইমেজ সার্চের সাহায্যে আমরা এই ভাইরাল ভিডিওটি সমাজ মাধ্যমে খুঁজে পাই।  এই একই ভিডিওর ছবিসহ প্রতিবেদন পাওয়া যায় পাকিস্তানের সংবাদ মাধ্যমে ।  এই সব নিউজ রিপোর্ট অনুযায়ী , পাকিস্তানের একটি বেসরকারি হোটেলে ইফতারের সময় এই ঘটনাটি ঘটে। 

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই-এর সংসদ সদস্য নুর আলম পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কিছু নেতার সঙ্গে বসে ইফতার করছিলেন।  এই সময় পিটিআই -এর অন্য এক কর্মী নুর আলমকে গালাগালি করেন এবং এরপর দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি শুরু হয়। 

pak dawn

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)-এর কোন নেতাকর্মীর অথবা মওলানা ফজল-উর রহমান বা তার দল জামাত উলেমা-ই ইসলাম- এর সেখানে উপস্থিত থাকার প্রমাণ পাওয়া যায়নি। 
 

Advertisement

ফ্যাক্ট চেক

Facebook user

দাবি

প্রথম দিনেই পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের গ্রুপ আর মাওলানা ফজলু গ্রুপের মধ্যে মারামারি।

ফলাফল

এই ভাইরাল ভিডিওতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের গ্রুপ আর মাওলানা ফজলু গ্রুপের মধ্যে মারামারি দেখা যাচ্ছে না। এটি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই-এর কয়েকজন নেতাকর্মীর মারামারির ঘটনা।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook user
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement