scorecardresearch
 

ফ্যাক্ট চেক: ভাইরাল ছবিটি হরিয়ানার নয়, ২০১২ সালে হায়দরাবাদে রামনবমীর জমায়েতের

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক তদন্ত করে দেখেছে যে, পোস্ট করা ছবিটি হরিয়ানার নয়। সেটি ২০১২ সালে হায়দরাবাদে তোলা হয়েছিল।

Advertisement
ভাইরাল ছবিটি হরিয়ানার সংঘর্ষের নয়, ২০১২ সালে হায়দরাবাদে রামনবমীর জমায়েতের ভাইরাল ছবিটি হরিয়ানার সংঘর্ষের নয়, ২০১২ সালে হায়দরাবাদে রামনবমীর জমায়েতের

দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে সংবাদ শিরোনামে উঠে এসেছে হরিয়ানা। নুহ, গুরুগ্রামে সংঘর্ষের আগুন ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। কয়েক জনের মৃত্যুর খবরও রয়েছে।

এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় একটি জমায়েতের ছবি পোস্ট করে অনেকেই সেটাকে হরিয়ানার বলে দাবি করছেন। ছবিতে দেখা যাচ্ছে, একটি বিশাল মাঠে প্রচুর মানুষের ভিড়। গেরুয়া পতাকায় চারপাশ ছয়লাপ  ছবিটি পোস্ট করে অনেকেই দাবি করেছেন, সেটা হরিয়ানার।

একই দাবি দেখতে পাওয়া যাবে এখানে, এখানে ও এখানে

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক তদন্ত করে দেখেছে যে, পোস্ট করা ছবিটি হরিয়ানার নয়। সেটি ২০১২ সালে হায়দরাবাদে তোলা হয়েছিল।

কীভাবে এগলো অনুসন্ধান?

ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে আমরা দেখতে পাই ২০১২ সালের পয়লা এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদনে সেটি ব্যবহার করা হয়েছিল। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ছবিটি সেবার হায়দরাবাদে অনুষ্ঠিত একটি রাম নবমীর অনুষ্ঠানের সময় তোলা হয়েছিল।

Bharata Bharati, Haindava Keralam-সহ আরও বিভিন্ন ওয়েবসাইটে ছবিটি একই দাবি-সহ প্রকাশিত হয়েছিল।  

ওই একই সময়ে Times of India-তে প্রকাশিত খবর অনুযায়ী, মহাকালেশ্বরী মন্দিরের রানি অবন্তীবাঈ হল থেকে সেবার রাম নবমীর অনুষ্ঠান শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল সুলতান বাজারের হনুমান ভামশালা মাঠে।

সুতরাং এখান থেকে প্রমাণিত যে, ভাইরাল ছবিটির সঙ্গে হরিয়ানা সংঘর্ষের ঘটনার কোনও যোগাযোগ নেই। সেটি ২০১২ সালে হায়দরাবাদে তোলা রাম নবমীর জমায়েতের ছবি।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

হরিয়ানায় গেরুয়া পতাকা-সহ বিপুল মানুষের ভিড়

ফলাফল

ভাইরাল ছবিটির সঙ্গে হরিয়ানা সংঘর্ষের ঘটনার কোনও যোগাযোগ নেই। সেটি ২০১২ সালে হায়দরাবাদে তোলা রাম নবমীর জমায়েতের ছবি।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement