Viral Chutkule in Bengali: হাসলে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। একজন মানুষ যখন স্ট্রেস থেকে দূরে থাকে, তখন মানসিক রোগও কাছে আসে না। প্রাণ খুলে হাসিকে বলা হয় সুস্বাস্থ্যের রহস্য। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।
> রোগী: ডাক্তার, এই রোগে আমার বাঁচার সম্ভাবনা কত পার্সেন্ট?
চিকিৎসক: শতভাগ।
রোগী: কীভাবে?
চিকিৎসক: সাধারণত এ রোগে প্রতি দশজনে একজন বাঁচে।
রোগী: তাহলে আমার বাঁচার ভরসা কোথায়?
চিকিৎসক: আপনি আমার দশম রোগী। এর আগের নয়জনই মারা গেছেন।
> স্বামী: কীভাবে রান্না কর! মুড়িঘণ্ট তো মনে হচ্ছে গোবর!
স্ত্রী: হায় ভগবান! তুমি তো দেখছি দুনিয়ার সব খারাপ জিনিসই চেখে রেখেছ!
স্বামী: কি কথার কী জবাব দিচ্ছ?
স্ত্রী: তুমি গোবর খেয়ে দেখেছ, উটের চামড়া খেয়েছ, নালার জলও খেয়েছ…
স্বামী: হায় ভগবান! এর কি মাথা খারাপ হয়া গেল নাকি?
স্ত্রী: তোমার সঙ্গে সংসার করে মাথা খারাপ না হয়ে উপায় আছে? সে দিন আমার এত যত্নে করা স্যুপ খেয়ে বললে- নালার পচা জলের মতো হয়েছে। তার আগের দিন আমার তৈরি রুটি খেয়ে বললে- উটের চামড়ার মতো লাগছে।
> দুই মেয়ে কথা বলছে-
প্রথম মেয়ে: এখনকার ছেলেদের প্রতি কোনো বিশ্বাস নাই রে! আমি তো আজ থেকে ওর মুখও দেখতে চাই না!…….
দ্বিতীয় মেয়ে: কেন রে??? তুই কি ওকে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখেছিস?…..
প্রথম মেয়ে: আরে দূর! ও আমাকে অন্য ছেলের সঙ্গে দেখেছে…!!!! কালকে ও বলল, ও নাকি শহরের বাইরে যাবে। তাহলে ও আমাকে কেমন করে দেখল ?….. মিথ্যাবাদী, চিটার!
> প্রেমিকা প্রেমিককে রাতের বেলায় রোমান্টিক ম্যাসেজ পাঠাচ্ছে…..
প্রেমিকা: ঘুমিয়ে থাকলে স্বপ্ন পাঠাও,
জেগে থাকলে ভাবনা পাঠাও,
যদি কাঁদছ তো চোখের জল পাঠাও।
প্রেমিকা: ডার্লিং পটি করছি, তো কী পাঠাব???
> প্রথম বন্ধু: জানিস, আমাদের বাড়ির সবাই বাথরুমে গান গায়!
দ্বিতীয় বন্ধু: তাই নাকি, সবাই গান গায়???
প্রথম বন্ধু: সবাই। চাকর-চাকরানি পর্যন্ত কেউ বাদ নেই!
দ্বিতীয় বন্ধু: তোরা তো মনে হয় গানকে অনেক ভালোবাসিস??
প্রথম বন্ধু: আরে দূর, আসলে এটা নয়। আসল কারনটা হচ্ছে আমাদের বাড়ির বাথরুমের ছিঁটকিনিটা ভাঙা তো এই জন্য!!!
> পুলিশ: ১০ টাকা পকেট মারার জন্য তোকে ৫০ টাকা জরিমানা করা হল!
পকেটমার: স্যার, আমার কাছে মাত্র ১০ টাকায় আছে। বাকি টাকা এক্ষুনি এনে দিতে পারি, কিন্তু কিছুক্ষণের জন্য আমাকে ছাড়তে হবে!!!
( Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)