scorecardresearch
 

Married Life Jokes in Bengali: বিয়ে আর মোবাইল কেনার মধ্যে মিল কোথায় জানেন? শুনলে হাসি থামবে না...

Jokes: সুস্থ থাকার জন্য হাসি খুবই গুরুত্বপূর্ণ। হাসি আমাদের মানসিক চাপ ও দুশ্চিন্তা থেকে দূরে রাখতে বড় ভূমিকা পালন করে। সেজন্য আমাদের সকলের সকাল-সন্ধ্যা নিয়মিত হাসতে হবে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি

Funny Jokes in Bengali: যে কোনো মানুষের সুস্থ থাকার জন্য যেমন ভালো বাতাস, ভালো খাবার প্রয়োজন, ঠিক তেমনি হাসিও আপনাকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকাল-সন্ধ্যা হাসির অভ্যাস গড়ে তুললে মানসিক চাপ থেকে দূরে থাকা যায়। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই কিছু মজার জোকস, যা পড়ার পর আপনি হাসবেন।


> বিয়ে আর মোবাইল কেনার পর মানুষ একটাই আপসোস করে
আর দুইদিন অপেক্ষা করলে আর একটু ভালো মডেল পেতাম!

> স্বামী-স্ত্রী পার্কে ঘুরতে গেল। সুন্দরী মেয়ে দেখলেই স্বামী সেদিকে তাকাচ্ছে। তাই রাগ করে স্ত্রী বলল-
স্ত্রী: সুন্দরী কোনো মেয়ে দেখলেই তুমি ভুলে যাও যে তুমি বিবাহিত।
স্বামী: ভুলে যাই না, বরং আরো বেশি করে মনে পড়ে।

আরও পড়ুন

> একজনকে টুল ছুঁড়ে মারার অপরাধে আসামিকে ধরে আনা হলো। এনে জানতে চাইল পুলিশ-
পুলিশ: লোকটাকে টুল ছুঁড়ে মারলেন কেন, এটা তো দণ্ডনীয় অপরাধ।
আসামি: কী করব বলুন, চেয়ারটা এত ভারি যে তুলতেই পারলাম না।

> পার্কে ঘুরতে গিয়ে প্রেমিক-প্রেমিকার কথোপকথন-
প্রেমিক: আমার প্রেমে পড়ার আগে আর কারো সঙ্গে প্রেম হয়েছিল তোমার?
প্রেমিকা: দাঁড়াও।
প্রেমিক: কী হলো?
প্রেমিকা: বলছি না চুপ।
প্রেমিক: কিছু বলছো না যে? রাগ করলে?
প্রেমিকা: নাহ, রাগ করিনি। আমি গুনছি!

> এক খরগোশ একটি বোমা নিয়ে চিড়িয়াখানায় ঢুকে আওয়াজ দিলো-
খরগোশ : যারা যারা প্রাণে বাঁচতে চাও, তারা তিন মিনিটের মধ্যে এই স্থান ত্যাগ করো। না হলে তিন মিনিট পরে এই বোমা ফেটে সবাই মারা যাবে।
কচ্ছপ : বদমাশ, তুই সরাসরি এইটা কেন বলছিস না যে, তুই আমাকেই মারতে আইছোস।

Advertisement

> সেন্টু: কিরে, এবারের বইমেলায় না-কি তোর বারোটি বই প্রকাশ পাচ্ছে?
পিন্টু: হুম। হচ্ছে তো।
সেন্টু: কিন্তু দেখলাম তো একটা, বাকি এগারোটা কবে প্রকাশ পাবে?
পিন্টু: আরে বইটার নাম দেখিসনি ‘বারোমিশালি’? একটাই তো বারোটার সমান!

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Advertisement